আজকাল ওয়েবডেস্ক: হংকং সিক্সে অংশগ্রহণ করতে চলেছে টিম ইন্ডিয়া। সোমবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এই কথা ঘোষণা করেছে ক্রিকেট হংকং। ২০১৭ সালে শেষবার এই টুর্নামেন্ট আয়োজিত হয়েছিল হংকংয়ে। সাত বছর পর ফের এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে ভারত। 

 

আইসিসির অনুমোদিত এই টুর্নামেন্ট এক একটি দলে ছ'জন ক্রিকেটার নিয়ে আয়োজিত হয়। ১৯৯৩ সালে প্রথম আয়োজন করা হয়েছিল এই হংকং সিক্সেস। এর মূল আকর্ষণ হল হাই স্কোরিং ম্যাচ। ছোট মাঠে খেলা এবং প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী, প্রতিটি খেলোয়াড়কে (উইকেট-রক্ষক ছাড়া) একটি করে ওভার বল করতে হয়, যা গেমগুলিকে আরও আকর্ষণীয় করে তোলে।

 

 

এর আগে হংকং সিক্সে খেলে গেছেন শচীন তেন্ডুলকার, ব্রায়ান লারা, শেন ওয়ার্ন, এমএস ধোনি, ওয়াসিম আক্রম এবং গ্লেন ম্যাক্সওয়েলের মত তারকারা। টুর্নামেন্টের ইতিহাসে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও পাকিস্তান সবচেয়ে সফল দল। প্রত্যেকে পাঁচবার শিরোপা জিতেছে। দক্ষিণ আফ্রিকার সর্বশেষ টুর্নামেন্ট জিতেছে ২০১৭ সালে পাকিস্তানকে হারিয়ে।

 

 

আগামী ৩ নভেম্বর টিন কোং রোড রিক্রিয়েশন গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে এই হংকং সিক্সেস টুর্নামেন্ট। অংশ নেবে মোট ১২টি দল। তবে ভারতের তরফে কোন খেলোয়াড়রা যাবেন তা এখনও ঘোষণা করা হয়নি। এদিন ক্রিকেট হংকংয়ের তরফে লেখা হয়, টিম ইন্ডিয়া আউট অফ দ্যা পার্ক বল পাঠানোর জন্য প্রস্তুত।

 

 

বিস্ফোরক শক্তির আঘাত এবং ছক্কার ঝড়ের জন্য অপেক্ষা করতে হবে। উল্লেখ্য, হংকং সিক্সেস টুর্নামেন্ট মাত্র একবার জিতেছে ভারত। ২০০৫ সালে ওয়েস্ট ইন্ডিজকে পরাজিত করে। 

 

 

ভারত ছাড়াও টুর্নামেন্টে অংশ নিচ্ছে অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, হংকং, নেপাল, নিউজিল্যান্ড, ওমান, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা এবং সংযুক্ত আরব আমিরশাহি।