আজকাল ওয়েবডেস্ক: পুজোর পাশাপাশি চলছে নবরাত্রি। একটি পোস্টে ফ্যানদের জন্য নিজের স্বাস্থ্যকর নবরাত্রির খাওয়া দাওয়ার ছবি পোস্ট করেন অনুষ্কা শর্মা। সেই পোস্টেই বিরাট কোহলির সঙ্গে খুনসুঁটি করতে দেখা যায় বলিউডের তারকাকে। পোস্টটি বেশ মজাদার। অনুষ্কা জিজ্ঞেস করেন, বিরাটের জন্য খাবারের কিছু অংশ রেখে দেবেন? নাকি ক্রিকেটার স্বামীকে না দিয়ে পুরোটাই শেষ করে দেবেন? যে ফটো পোস্ট করেন অনুষ্কা, সেখানে জনপ্রিয় একটি ব্র্যান্ডের উদ্ভিদ ভিত্তিক খাবারের পাশাপাশি গ্রিন চাটনি, লেবু এবং লঙ্কার ছবি ছিল। ছবির ক্যাপশনে লেখেন, 'নবরাত্রির খাবার। উদ্ভিদ ভিত্তিক এবং অপরাধবোধ ফ্রি।' বিরাটের মতো অনুষ্কাও স্বাস্থ্য এবং ফিটনেস সচেতন। তবে এই পোস্টের আসল টুইস্ট শেষদিকে বোঝা যায়। 

পোস্টের ক্যাপশনে অনুষ্কা লেখেন, 'বিরাট কোহলি, হয়তো তোমার জন্য একটু রেখে দেব।' সঙ্গে একটি হাসির ইমোজি দেন। উত্তর দিতে দেরি করেননি তারকা ক্রিকেটার। বরং স্ত্রীকে পাল্টা দেন। জবাবে ইনস্টাগ্রামে নিজের একটি ছবি পোস্ট করেন বিরাট। সেখানে ছিল মোমো এবং নাগেটের ছবি। সঙ্গে ডিপ। ক্যাপশনে লেখেন, 'অনুষ্কা শর্মা, আমি আমার পছন্দের খাবার খাচ্ছি। এর মধ্যে থেকে কিছু আমিও বাঁচিয়ে রাখার চেষ্টা করব।' সোশ্যাল মিডিয়ায় বিরুষ্কার এই মজাদার পোস্ট ভাইরাল হয়ে যায়। নেটমাধ্যমে তারকা দম্পতির এই খুনসুঁটি পছন্দ হয় ভক্তদের। বরাবরই পাওয়ার কাপলের পারিবারিক মুহূর্ত ফ্যানরা উপভোগ করে। এদিনও ব্যতিক্রম নয়।