বৃহস্পতিবার ২৩ জানুয়ারী ২০২৫

সম্পূর্ণ খবর

TheArcArt

রাজ্য | দুর্গাপুজোর আগেই ছক ছিল এত চোরাই মোবাইল বিক্রির! বড় সাফল্য পুলিশের

দেবস্মিতা | ০৭ অক্টোবর ২০২৪ ২১ : ৫৪Debosmita Mondal


আজকাল ওয়েবডেস্ক: আসন্ন দুর্গাপুজোর আগে মতলব ছিল বিক্রি করার। সেইমত নিয়ে যাওয়া হচ্ছিল মালদাতে। কিন্তু তার আগেই ধরা পড়ে গেল পুলিশের কাছে। বাজেয়াপ্ত বিপুল পরিমাণ মোবাইল ফোন। ঘটনাটি ঘটেছে রবিবার গভীর রাতে। 

 

 

মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানার পুলিশের হাতে গ্রেপ্তার মালদার এক যুবক। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ওই যুবকের নাম শামিম শেখ। বছর ২৫ এর ওই যুবকের বাড়ি মালদা জেলার কালিয়াচক থানা এলাকায়। সোমবার ধৃত যুবককে জঙ্গিপুর আদালতে পেশ করা হয়েছে। 

 

 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত যুবকের হেফাজত থেকে উদ্ধার হয়েছে ২০টি অত্যাধুনিক মোবাইল ফোন। তার মধ্যে রয়েছে আইফোনও। পুলিশের কাছে আগেই খবর ছিল। সেই মতো হানা দেওয়া হয়েছিল। সামশেরগঞ্জ থানার এক আধিকারিক বলেন, রবিবার রাতে গোপন সূত্রে খবর পাই মালদার কালিয়াচকের ওই যুবক বিভিন্ন জায়গা থেকে চুরি করা বেশ কিছু দামি মোবাইল ফোন মালদার কালিয়াচকে বিক্রির জন্য নিয়ে যাচ্ছে। সেই খবরের ভিত্তিতে ধুলিয়ান বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় একটি বেসরকারি বাস দাঁড় করিয়ে তল্লাশি চালাতেই ওই যুবকের ব্যাগ থেকে উদ্ধার হয় কুড়িটি বিভিন্ন কোম্পানির দামি মোবাইল ফোন। 

 

 

ওই যুবক এত মোবাইল ফোন কোথা থেকে পেয়েছে তা নিয়ে জিজ্ঞাসাবাদ করা শুরু হলে কোনও সদুত্তর দিতে পারেনি। পাশাপাশি ফোনগুলোর কোনও কাগজপত্রও সে পুলিশকে দেখাতে পারেনি। এরপরই ওই যুবককে গ্রেপ্তার করা হয়।

 

 

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে পুজোর আগে বিভিন্ন জেলাতে মোবাইল ফোন চুরির কয়েকটি গ্যাং সক্রিয় রয়েছে। সেই দলের কয়েকজনের সাথে ধৃত শামিমের যোগাযোগ রয়েছে। মোবাইল ফোন চুরির গ্যাং -এর সদস্যদের কাছ থেকে শামিম ফোনগুলো পেয়েছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানিয়েছে। মালদা জেলার কয়েকটি মোবাইল ফোনের দোকানে চোরাই মোবাইল ফোনগুলো সে বিক্রির পরিকল্পনা করেছিল। মোবাইল ফোন চুরির এই চক্রের সঙ্গে আর কারা জড়িয়ে রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।




বিশেষ খবর

নানান খবর

নানান খবর

হিন্দমোটরে রক্তদান শিবির, সহায়তায় টেকনো গ্লোবাল হাসপাতাল...

কালিয়াচকে কেলেঙ্কারি, অভিযানের শুরুতেই পুলিশকে লক্ষ্য করে গুলি মারার অভিযোগ! গ্রেপ্তার ২ ...

কুমড়োর ওজন ২০ কেজি, হাতখানেক লম্বা লাউ, দেড় কেজির বেগুন, মেলায় পুরস্কার দেওয়া হয় সেরা ফসলকে...

শ্যাওড়াফুলি জিআরপির বড় সাফল্য, স্টেশন চত্বর চুরি যাওয়া ফোন ফিরে পেলেন মালিকরা...

কুচকুচে কালো প্রাণী, জ্বলজ্বল করছে চোখ দু’ খানি, কে সে? দেখা মিলতেই ব্যাপক আতঙ্ক কার্শিয়াংয়ে ...

রুপোর পর ব্রোঞ্জ, উপহার হিসেবে কাজল শেখ পেলেন বিশ কেজির সিংহ মুকুট ...

জঙ্গলে ঢুকতে পর্যটকদের থেকে নেওয়া যাবে না বাড়তি ‘ফি’, অভিযোগ পেয়েই সাফ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী, ক্ষোভ পোস্টারের ভাষা ন...

সাধারণের সঙ্গে সমন্বয় সুদৃঢ় করতে গ্রামে গ্রামে 'ড্রপবক্স', অভিনব উদ্যোগ পোলবা থানার...

ভাড়া নিয়ে গন্ডগোল, মালদায় খুন টোটোচালক

'যেখানে সম্মান নেই, সেখানে থেকে কী লাভ?' বিজেপি ছাড়ার জল্পনা সত্যি করে মন্তব্য প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর...

আলিপুরদুয়ারে পৌঁছলেন মুখ্যমন্ত্রী, বুধ-বৃহস্পতিতে প্রশাসনিক বৈঠক থেকে সরকারি সুবিধা প্রদানের অনুষ্ঠান ...

ভারত-বাংলাদেশ সীমান্তে বেড়া দিতে জোর তৎপরতা, জমি নিয়ে প্রশাসনিক বৈঠক বিএসএফ ও স্থানীয় প্রশাসনের ...

কোচবিহারের চ্যাংরাবান্ধা স্থলবন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ড, আতঙ্ক ছড়াল এলাকায় ...

পরপর মুণ্ডহীন মহিলার দেহ, পিছনে তন্ত্র সাধনা নাকি অন্যকিছু? সন্ধান চালাচ্ছে পুলিশ ...

সরকারি আধিকারিকের সই-সিল জাল করে মাদ্রাসায় শিক্ষক নিয়োগে প্রতারণার অভিযোগ, দায়ের এফআইআর...



সোশ্যাল মিডিয়া



10 24