আজকাল ওয়েবডেস্ক: আসন্ন দুর্গাপুজোর আগে মতলব ছিল বিক্রি করার। সেইমত নিয়ে যাওয়া হচ্ছিল মালদাতে। কিন্তু তার আগেই ধরা পড়ে গেল পুলিশের কাছে। বাজেয়াপ্ত বিপুল পরিমাণ মোবাইল ফোন। ঘটনাটি ঘটেছে রবিবার গভীর রাতে।
মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানার পুলিশের হাতে গ্রেপ্তার মালদার এক যুবক। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ওই যুবকের নাম শামিম শেখ। বছর ২৫ এর ওই যুবকের বাড়ি মালদা জেলার কালিয়াচক থানা এলাকায়। সোমবার ধৃত যুবককে জঙ্গিপুর আদালতে পেশ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত যুবকের হেফাজত থেকে উদ্ধার হয়েছে ২০টি অত্যাধুনিক মোবাইল ফোন। তার মধ্যে রয়েছে আইফোনও। পুলিশের কাছে আগেই খবর ছিল। সেই মতো হানা দেওয়া হয়েছিল। সামশেরগঞ্জ থানার এক আধিকারিক বলেন, রবিবার রাতে গোপন সূত্রে খবর পাই মালদার কালিয়াচকের ওই যুবক বিভিন্ন জায়গা থেকে চুরি করা বেশ কিছু দামি মোবাইল ফোন মালদার কালিয়াচকে বিক্রির জন্য নিয়ে যাচ্ছে। সেই খবরের ভিত্তিতে ধুলিয়ান বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় একটি বেসরকারি বাস দাঁড় করিয়ে তল্লাশি চালাতেই ওই যুবকের ব্যাগ থেকে উদ্ধার হয় কুড়িটি বিভিন্ন কোম্পানির দামি মোবাইল ফোন।
ওই যুবক এত মোবাইল ফোন কোথা থেকে পেয়েছে তা নিয়ে জিজ্ঞাসাবাদ করা শুরু হলে কোনও সদুত্তর দিতে পারেনি। পাশাপাশি ফোনগুলোর কোনও কাগজপত্রও সে পুলিশকে দেখাতে পারেনি। এরপরই ওই যুবককে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে পুজোর আগে বিভিন্ন জেলাতে মোবাইল ফোন চুরির কয়েকটি গ্যাং সক্রিয় রয়েছে। সেই দলের কয়েকজনের সাথে ধৃত শামিমের যোগাযোগ রয়েছে। মোবাইল ফোন চুরির গ্যাং -এর সদস্যদের কাছ থেকে শামিম ফোনগুলো পেয়েছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানিয়েছে। মালদা জেলার কয়েকটি মোবাইল ফোনের দোকানে চোরাই মোবাইল ফোনগুলো সে বিক্রির পরিকল্পনা করেছিল। মোবাইল ফোন চুরির এই চক্রের সঙ্গে আর কারা জড়িয়ে রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।
