আজকাল ওয়েবডেস্ক: এক ব্যক্তিকে অনিচ্ছাকৃত খুন। এই মামলায় এক মহিলা সহ মোট সাত জনকে দোষী সাব্যস্ত করল বহরমপুরের তৃতীয় ফাস্ট ট্রাক কোর্ট। বিচারক দোষী সাব্যস্ত হওয়া সাতজনের মধ্যে ছয় জনকে পাঁচ বছর সশ্রম কারাদণ্ড এবং একজনকে আট বছর সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছে। একইসঙ্গে এই মামলায় অভিযুক্ত বাকি ছয় জন বেকসুর খালাস পেয়েছে। 

 

 

আদালত সূত্রে জানা গিয়েছে, ২০১৩ সালের ৩১ ডিসেম্বর জলঙ্গি থানার পাকুরদিয়ার গ্রামে জমি নিয়ে বিবাদের জেরে জনৈক সিরাজ মণ্ডলকে মারধর করে তাঁর কয়েকজন প্রতিবেশী। গুরুতর আহত অবস্থায় কয়েকদিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু হয় সিরাজ মণ্ডলের। 

 

 

সিরাজ মণ্ডলের সঙ্গে তাঁর এক প্রতিবেশীর দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিবাদ চলছিল। কোর্টের নির্দেশ মেনে ৩১ ডিসেম্বর সিরাজ তাঁর নিজের জমি বেড়া দিয়ে ঘিরছিলেন। সেই সময় তাঁর উপর লোহার রড, বাঁশ এবং ধারালো অস্ত্র নিয়ে হামলা করা হয়। এই মামলার সরকারি উকিল কল্পতরু ঘোষ জানিয়েছেন, "সিরাজ মণ্ডলকে মারধর করে তাঁর মৃত্যুর ঘটনায় মোট ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। সোমবার বহরমপুর তৃতীয় ফাস্ট ট্রাক কোর্টের বিচারক করিমুর রেজা এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে সাদেক মণ্ডল নামে এক ব্যক্তিকে ৩০৪ (পার্ট এক) ধারায় দোষী সাব্যস্ত করে আট বছরের সশ্রম কারাদণ্ড এবং নেপচার মণ্ডল, সেনটু মণ্ডল, মুস্তাফা শেখ, লিপন বারি, ইনসান মণ্ডল ও ঝিনুয়ারা বেগম নামে বাকি ছয় জনকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছে। এই মামলায় অভিযুক্ত আরও ছয় জন বেকসুর খালাস পেয়েছে।"