আজকাল ওয়েবডেস্ক:‌ চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যাবে ভারত?‌ এখনও নিশ্চিত নয়। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি আশা প্রকাশ করছেন যে ভারতে খেলতে আসবে পাকিস্তানে।


সাংবাদিকদের প্রশ্নের জবাবে নাকভি বলেছেন, ‘‌আমি আশাবাদী ভারতীয় দল পাকিস্তানে খেলতে আসবে। খেলতে না আসার কোনও কারণ নেই। আমার আশা সব দলই আসবে।’‌
১৯৯৬ বিশ্বকাপের পর পাকিস্তান আর কোনও আইসিসি টুর্নামেন্ট আয়োজন করতে পারেনি। ২০১১ বিশ্বকাপে পাকিস্তান সহ আয়োজক থাকলেও শ্রীলঙ্কা টিম বাসে জঙ্গি হানার জন্য শেষ অবধি ভারত, শ্রীলঙ্কা ও বাংলাদেশে আয়োজিত হয়েছিল টুর্নামেন্ট। 


এদিকে, ২০০৮ এশিয়া কাপের পর ভারত আর পাকিস্তানে খেলতে যায়নি। যদিও এরপর পাকিস্তান একাধিকবার ভারতে খেলতে এসেছে। সেটা ২০১২–১৩ সালের সিরিজ হোক। ২০১৬ সালে টি২০ বিশ্বকাপ হোক আর ২০২৩ সালে একদিনের বিশ্বকাপ হোক। বিশ্বকাপে পাকিস্তান দুটি করে ম্যাচ খেলেছিল হায়দরাবাদ, চেন্নাই, বেঙ্গালুরু ও কলকাতায়। আর ভারতের বিরুদ্ধে ম্যাচ হয়েছিল আমেদাবাদে।