আজকাল ওয়েবডেস্ক: সকাল থেকে চড়া রোদ। কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ। চতুর্থীর সকালেও আর্দ্রতাজনিত চরম অস্বস্তি জেলায় জেলায়। যদিও বেলা গড়ালে আবহাওয়ার পরিবর্তন হবে। কয়েকটি জেলার কিছু অংশে ঝেঁপে নামবে বৃষ্টি।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, নিম্নচাপ শক্তি হারালেও, বৃষ্টি থেকে আপাতত রেহাই পাওয়া যাবে না। শনিবার পর্যন্ত উত্তর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বর্তমানে সক্রিয় মৌসুমী অক্ষরেখা। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তরভাগে শক্তিশালী ঘূর্ণাবর্ত। যা সংলগ্ন উত্তর বাংলাদেশের উপরেও বিস্তৃত। এছাড়া আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং উত্তর অন্ধপ্রদেশ উপকূল এলাকায়। এর প্রভাবেই বাংলার বিভিন্ন জেলায় বৃষ্টি চলছে।
আজ, সোমবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে অপেক্ষাকৃত বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই চার জেলায় হলুদ সতর্কতা জারি রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও শনিবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বজ্রপাতের আশঙ্কাও রয়েছে। তবে চলতি সপ্তাহে কোনও জেলাতেই ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা নেই।
