আজকাল ওয়েবডেস্ক: ঘুরতে ভালোবাসেন না এমন মানুষ কম। তবে এই ব্যস্ততার যুগে অনেক সময়ই আর দল বেঁধে সকলের সঙ্গে ঘুরতে যাওয়া হয় না। অনেকে আবার একেবারে একলা ঘুরতে পছন্দ করেন। একা একা প্ল্যান বানিয়ে, ব্যাগ নিয়ে বেরিয়ে পড়েন। পাহাড়, জঙ্গল, সমুদ্র একা কয়েকদিন কাটিয়ে ফেরেন ঘরে। এই ধরনের ভ্রমণকারীদের বলা হয় সোলো ট্রাভেলার। দিন দিন বাড়ছে এই সোলো ট্রাভেলারদের সংখ্যা। 

তবে অনেকের সমস্যা হয়, একা ঘুরতে গিয়ে দেখা যায়, পর্যাপ্ত টাকা সঞ্চয় নেই। সেক্ষেত্রে? সঞ্চয় কি সমস্যা হয়ে দাঁড়াবে সোলো ট্রাভেলের? এক্ষেত্রে সঞ্চয়ের বেশ কিছু উপায় রয়েছে। প্রথমেই লাগাম আনতে হবে দৈনন্দিন খরচে। ঘুরতে যাওয়ার জন্য প্রথমেই ছকে নিতে হবে কোথায় ঘুরতে যাবেন, কিভাবে খরচ হবে সেখানে খাওয়া থাকার। প্রথমেই ঠিক করতে হবে কোন কোন খাতে খরচ করা একান্ত আবশ্যক। অন্যথায় এড়িয়ে যেতে হবে তা। টাকা সরিয়ে রাখা ভাল কয়েকটি ভাগে।  অন্যান্য দেশে ভ্রমণ করলে, সেই দেশের টাকার বিষয়ে সঠিক পরিকল্পনা করে যেতে হবে।

 

 বৈদেশিক মুদ্রার লেনদেন সম্পর্কে সঠিক তথ্য মাথায় রাখতে হবে। নতুন শহরে ঘুরতে যাওয়ার আগে খুঁটিয়ে জানতে হবে সেই শহর এবং সেখানকার যানবাহন ব্যবস্থা সম্পর্কে। নতুন শহরকে খুঁটিয়ে দেখার জন্য, জানার জন্য পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করা তুলনায় সুবিধার। টাকা খরচ বাঁচাতে পারে সময় বেছ নেওয়া। অর্থাৎ যদি অফ সিজনে ঘুরতে যান, তাহলে বিমান থেকে হোটেল,খরচ অনেকটা কম পড়বে।