আজকাল ওয়েবডেস্ক: রামলীলার অভিনয় চলছিল। রামের চরিত্রে অভিনয় করছিলেন সুশীল কৌশিক। পরনে ব্রোঞ্জ রঙের পোশাক। মাথায় মুকুট, হাতে ধনুক। এতদূর পর্যন্ত সব ঠিক ছিল। কিন্তু বিপত্তি ঘটল আচমকা। মর্মান্তিক পরিণতির সাক্ষী রইলেন দর্শক।

 

ঘটনাস্থল দিল্লি। পূর্ব দিল্লির ৪৫ বছরের সুশীল, রামলীলায় রামের ভূমিকায় অভিনয় করছিলেন। আচমকা অভিনয়ের মাঝেই অসুস্থ বোধ করেন তিনি। ওই অভিনয়ের একটি দৃশ্য ছড়িয়ে পড়েছে। তাতে দেখা গিয়েছে হাঁটু মুড়ে বসে রয়েছেন, এই দৃশ্যের পর তিনি উঠে দাঁড়াতে গেলেই দু' পা পিছিয়ে লুটিয়ে পড়েন সেখানেই।

 

 

অচৈতন্য অবস্থায় তাঁকে তৎক্ষণাৎ ব্যাক স্টেজে নিয়ে যাওয়া হয়। তারপরেই আনন্দ বিহারের কৈলাশ দীপক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে শেষ রক্ষা হয়নি। জানা গিয়েছে, অভিনয়ের মাঝেই হৃদরোগে আক্রান্ত হন। সুশীল। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।