আজকাল ওয়েবডেস্ক: ভোরবেলায় ভয়াবহ অগ্নিকাণ্ড। শর্ট সার্কিট থেকে দাউ দাউ করে জ্বলল আগুন। ঘুমন্ত অবস্থাতেই অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল এক পরিবারের সাত সদস্যের। মৃতদের মধ্যে দুইজন শিশুও রয়েছে।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, অগ্নিকাণ্ডটি ঘটেছে মহারাষ্ট্রের মুম্বইয়ে। ভোর পাঁচটা নাগাদ চেম্বুরের সিদ্ধার্থ কলোনি এলাকার একটি তিনতলা বাড়িতে আগুন লাগে। পুলিশ জানিয়েছে, বাড়ির একতলায় ইলেকট্রনিক জিনিসপত্রের দোকান ছিল। শর্ট সার্কিট থেকে সেখানেই প্রথমে আগুন লাগে। এরপর ধীরে ধীরে তা ছড়িয়ে পড়ে গোটা বাড়িতে।
পুলিশ আরও জানিয়েছে, বাড়ির তিনতলায় থাকতেন পরিবারের সদস্যরা। ঘুমন্ত অবস্থায় ছিলেন তাঁরা। দাউ দাউ করে আগুন ছড়িয়ে পড়ার পর কেউই পালাতে পারেননি। ঘরবন্দি হয়ে অগ্নিদগ্ধ হন পরিবারের সাতজন। সেখানেই মৃত্যু হয়েছে তাঁদের। ঘটনাস্থলে পৌঁছে তাঁদের দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় পুলিশ। দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত জারি রয়েছে।
