আজকাল ওয়েবডেস্ক: কেবল সন্দেহের বশবর্তী হয়ে মরাধর, অত্যাচার অকথ্য, এই ঘটনা নতুন নয়। এবার ফের ঘটনাস্থল বিজেপি শাসিত বিহার। সন্দেহ মোবাইল চুরির। আর সন্দেহের বসেই যুবককে বাঁধা হল গেছে, বেধড়ক মারধোর।

 

সিদ্ধার্থ কুমার নামের ওই যুবকের বিরুদ্ধে অভিযোগ, সনু কুমার নামে জনৈক ব্যক্তির বাড়ি থেকে তার মোবাইল ফোন চুরির। ইতিমধ্যে একটি ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। সর্বভারতীয় এক সংবাদ সংস্থা সূত্রে খবর, ওই ভিডিওতে দেখা গিয়েছে সোনু এবং তার এক বন্ধু সিদ্ধার্থকে কেবল সন্দেহর বশবর্তী হয়ে গাছে বেঁধে মারধোর চালায়।

 

সেই পরিস্থিতিতে কিছু স্থানীয় মানুষ সিদ্ধার্থকে উদ্ধার করেন। সমাজমাধ্যমে ওই ভিডিও ভাইরাল হওয়ার পর, পুলিশ সোনু এবং তার বন্ধুর বিরুদ্ধে মামলা দায়ের করেছে। সিদ্ধার্থ চুরির অভিযোগ অস্বীকার করেছেন। 

 

 

এর আগেও, গতমাসে কেবল সন্দেহের বশবর্তী হয়ে গণপিটুনি এবং মৃত্যুর ঘটনা ঘটেছে খাস বিহারের রাজধানী পাটনায়। জানা গিয়েছে, রোহিত নামে ওই যুবকের বয়স ছিল কেবল ২০।

 

অন্যদিকে চুরির সন্দেহে এক যুবকের  মর্মান্তিক পরিণতির ঘটনা ঘটেছে বাংলাদেশে। মোবাইল চুরির সন্দেহে এক যুবককে আটক করে, তাঁকে পেটপুরে খাবার খাইয়ে, অকথ্য অত্যাচার, মারধোর করেন কয়েকজন পড়ুয়া। ঘটনায় মৃত্যু হয়েছিলো যুবকের। ঘটনায় উত্তাল হয় ওপার বাংলা।