আজকাল ওয়েবডেস্ক: নবরাত্রিতেও যৌন লালসা থেকে রেহাই মিলল না কিশোরীর। মোদি-শাহের রাজ্যে গণধর্ষণের শিকার এক কিশোরী। বন্ধুর সঙ্গে বাড়ি ফিরছিল সে। বাড়ি ফেরার পথেই অপরিচিত তিন যুবক কিশোরীকে গণধর্ষণ করেছে বলেই অভিযোগ। নৃশংস ঘটনার দুইদিন কেটে গেলেও এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করেনি পুলিশ। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে গুজরাটের ভদোদরা জেলার প্রত্যন্ত একটি জায়গায়। নির্যাতিতা পুলিশকে জানিয়েছে, নবরাত্রিতে গরবা নাচতে বেরিয়েছিল সে। সেখানে বহু মানুষ ছিলেন। রাত ১১টা নাগাদ লক্ষ্মীপুরা এলাকায় ছোটবেলার এক বন্ধুর সঙ্গে দেখা করতে গিয়েছিল। তার সঙ্গে খানিকক্ষণ গল্প করেই স্কুটি নিয়ে বাড়ি ফিরছিল একসঙ্গে। 

 

নির্যাতিতা জানিয়েছে, মধ্যরাতে ভেয়লি এলাকা দিয়ে যাওয়ার সময় আচমকা তাদের স্কুটি আটকায় পাঁচজন যুবক। এরপর সামান্য বাকবিতণ্ডার পর দুইজন এলাকা থেকে বেরিয়ে যায়। বাকি তিনজন তারপরেও ঝামেলা করে। সেই সময় বন্ধুর হাত, পা বেঁধে কিশোরীকে গণধর্ষণ করে তিনজন মিলে। যৌন নির্যাতনের পরেই এলাকা ছেড়ে পালিয়ে যায় তারা। 

 

গণধর্ষণের পর বাড়ি না ফিরে, সোজা থানায় অভিযোগ জানাতে যায় নির্যাতিতা। সঙ্গে তার বন্ধুও ছিল। পুলিশের কাছে অভিযোগ জানানোর কয়েক ঘণ্টা পেরিয়ে গেলেও, এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করেনি পুলিশ। যদিও ঘটনাস্থল সিল করে, প্রমাণ সংগ্রহের চেষ্টা চালাচ্ছে পুলিশ। ঘটনার তদন্ত জারি রয়েছে।