আজকাল ওয়েবডেস্ক: প্রথম তিন ম্যাচে দাপুটে ফুটবল খেলার পর মিনি ডার্বিতে জঘন্য পারফরম্যান্স। আচমকাই বাস্তবের মাটিতে আঁচড়ে পড়েছে মহমেডান স্পোর্টিং‌।‌ আগাগোড়া নব্বই মিনিট দাঁড়াতেই পারেনি কলকাতার তৃতীয় প্রধান। হোসে মোলিনার দল চোখে আঙুল দিয়ে আই লিগের সঙ্গে আইএসএলের পার্থক্য বুঝিয়ে দিয়েছে। প্রথম তিন ম্যাচে নজরকাড়া ফুটবলের পর কেন মিনি ডার্বিতে আত্মসমর্পণ? পারফরম্যান্সের কাটাছেঁড়া করতে বসে দুই দলের মধ্যে মানের পার্থক্যের উল্লেখ করলেন মহমেডানের রুশ কোচ। চের্নিশভ বলেন, 'একটা দল ০-৩ গোলে পিছিয়ে পড়লে আত্মবিশ্বাস ভেঙে যায়। ওরা দেখিয়ে দিয়েছে আইএসএল কী। এটাই আসল আইএসএল। ওরা ভাল খেলেছে। ওরা শক্তিশালী দল। আমরা লড়াই করেছি। কিন্তু এদিন দুটো দলের মানে আকাশ পাতাল পার্থক্য ছিল। ওরা খুব ভাল খেলেছে। আমাদের কিছু করার ছিল না। ফুটবলারদের কোয়ালিটিতে পার্থক্য ছিল। আমরা টাটা চালিয়েছি, ওরা ফেরারি।' 

চলতি মরশুমে এই প্রথম যুবভারতীতে খেলল মহমেডান।‌ বড় মাঠ, সমর্থকদের সামনে কিছুটা হলেও চাপে পড়ে যায় সাদা কালো ব্রিগেড। এমনই মনে করেন চের্নিশভ। পাশাপাশি বিদেশিদের ব্যর্থতাও হারের আরও একটা কারণ। তবে ভুল শুধরে আবার লড়াইয়ে ফেরার বিষয়ে আশাবাদী। চের্নিশভ বলেন, 'গত তিন ম্যাচে বিদেশিরা ভাল খেলছে। আজ সামনে আরও শক্তিশালী ফুটবলাররা ছিল। আইএসএল শুরুর সময় হয়তো আমাদের খুব একটা গুরুত্ব দেওয়া হয়নি। ভাবা হয়েছিল আই লিগ থেকে উঠে আসা দল কতই বা ভাল হবে। কিন্তু প্রথম তিন ম্যাচের পর বাকি ক্লাবগুলো মহামেডানকে কঠিন প্রতিপক্ষ ভাবতে শুরু করেছে। তাই আমদের বিরুদ্ধে সেরাটা দিচ্ছে। তবে ওরা দেখিয়ে দিয়েছে কী করতে পারে। আমরা খেলতে পারিনি। আমাদের আরও ভাল খেলতে হবে। বল নিয়ে গতি বাড়াতে হবে। আমাদের উন্নতি করতে হবে। মাঝেমধ্যে কিছু করা যায় না। আজ এমনই একটা দিন ছিল। তারওপর আমরা প্রথমবার এই স্টেডিয়ামে খেললাম। নতুন মাঠ। এটা হয়তো আমাদের প্লেয়ারদের আরও চাপে ফেলে দিয়েছে। আমরা প্রত্যেক ম্যাচ থেকেই শিক্ষা নিই। উন্নতি করার চেষ্টা করব।' পুজোর আগে আইএসএলের আর কোনও ম্যাচ নেই। ২০ অক্টোবর ঘরের মাঠে কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে পরের ম্যাচ মহমেডানের।