আজকাল ওয়েবডেস্ক: গরুপাচার মামলায় এবার জামিন পেলেন অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেন। শনিবার সায়গলের জামিন মঞ্জুর করেছে দিল্লি হাইকোর্ট। জানা গিয়েছে, পাঁচ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন হয়েছে সায়গলের। আদালতের তরফে জানানো হয়েছে, যে মামলায় সায়গল অভিযুক্ত সেই মামলাতে অনুব্রত সহ সকলেই জামিন পেয়ে গিয়েছেন। সেই যুক্তিতেই এবার জামিন মঞ্জুর করা হচ্ছে সায়গলের।

 

 

সব ঠিক থাকলে শনিবার রাতেই তিহাড় জেল থেকে বেরোনোর সম্ভাবনা রয়েছে অনুব্রতর দেহরক্ষীর। প্রসঙ্গত, কিছুদিন আগেই গরু পাচার মামলায় জামিন হয়েছে বীরভূমের বেতাজ বাদশা অনুব্রত মণ্ডল এবং তাঁর কন্যা সুকন্যা মণ্ডলের। তিহাড় থেকে বেরিয়ে বর্তমানে তাঁরা বীরভূমে রয়েছেন। প্রায় দু’বছর জেলবন্দি থাকার পর অনুব্রত বীরভূমে ফিরেছেন। উল্লেখ্য, গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হওয়ার পর গ্রেপ্তার হন সায়গলও।

 

 

তারপরে তাঁকে গ্রেপ্তার করে ইডিও। বারবার জামিনের আবেদন করলেও আদালত তা মঞ্জুর করেনি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি ছিল, গরু পাচার মামলায় আর্থিক তছরূপের বিষয়ে অনেক কিছুই জানেন সায়গল। অনুব্রত এবং তাঁর দেহরক্ষীকে মুখোমুখি বসিয়ে জেরা করতে চেয়েছিল সিবিআই। এবার অনুব্রতর জেলমুক্তির কয়েকদিন পরেই ছাড়া পেলেন সায়গল।