তীর্থঙ্কর দাস: শুক্রবার বিনামূল্যে কলকাতার এসএসকেএম হাসপাতালে এক গরিব অসহায় দম্পতির ঘরে জন্ম নিল টেস্টটিউব বেবি।

 

এই হাসপাতালে শিশু বিভাগের জন্য কোটি টাকা খরচ করে উন্নত মানের চিকিৎসা পরিকাঠামো তৈরি করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।  টেস্টটিউব বেবির স্রষ্টা প্রয়াত চিকিৎসক সুভাষ মুখোপাধ্যায়ের অন্যতম সহযোগী সুদর্শন ঘোষ দস্তিদার ছিলেন এই দায়িত্বে।

 প্রসঙ্গত, বেসরকারি হাসপাতালে আড়াই থেকে পাঁচ লাখ টাকা লাগে টেস্টটিউব বেবির ভ্রুণ তৈরি করতে। গরিব অসহায় দম্পতিদের পক্ষে যা সম্ভব হয় না। সুদর্শন ঘোষ দস্তিদার জানিয়েছেন, ‘‌ভারতে এই প্রথম কোনও সরকারি হাসপাতালে সম্পূর্ণ বিনামূল্যে জন্ম হল টেস্টটিউব বেবির। আগামীতেও এভাবেই বিনা খরচে লাখ লাখ দম্পতির কোল আলো করে জন্ম নেবে টেস্টটিউব বেবি।’‌


ভারতে আইভিএফ প্রক্রিয়ায় সন্তান জন্ম দেওয়ার প্রযুক্তি উদ্ভাবন করেছিল ডাঃ সুভাষ মুখোপাধ্যায়। এই মুহূর্তে বেসরকারি প্রতিষ্ঠানে এই ধরনের চিকিৎসা পরিষেবার খরচ সাধারণ মানুষের নাগালের বাইরে। এই আইভিএফ পদ্ধতিতে সাধারণত ছয়টি পর্যায় থাকে। প্রতিটি সাইকেলের খরচ পড়ে দেড় থেকে দুই লক্ষ টাকা। তবে তাতেও সাফল্যের হার খুব বেশি নয়। যদি কেউ সবকটি পর্যায় পূরণ করতে পারেন তাহলেও তাঁর সাফল্যের হার ১০০ শতাংশ হয় না। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়তে থাকে চিকিৎসার খরচ।