আজকাল ওয়েবডেস্ক : গুটকা কী কখনও বিবাহ বিচ্ছেদের কারণ হতে পারে। এটাই সত্যি। উত্তরপ্রদেশের আগ্রায় এই ঘটনাই ঘটেছে। বহুদিন ধরেই স্বামী খেয়াল করছিল তার স্ত্রী পকেট থেকে গুটকা চুরি করে খাচ্ছে। এবিষয়ে নিজের স্ত্রীকে জিজ্ঞাসা করলে সে অকপট উত্তর দেয় চেখে দেখার জন্য এই গুটকা সে খেয়েছে।

 

তবে প্রতিদিন চেখে দেখতে দেখতে তার দৈনন্দিন অভ্যাসে পরিনত হয় এই গুটকা। এমনকি স্বামী নিজের স্ত্রীকে কাউন্সেলিং করেও ব্যর্থ হয়েছে। এরপরই শুরু হয় বিবাহ বিচ্ছেদের মামলা। ২০২২ সালে দুজনের বিবাহ হয়েছিল। স্বামী একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করত। বিয়ের পর তাদের দুটি সন্তানও হয়। তবে স্বামী বরাবর ছিল গুটকার প্রতি আসক্ত। তাকে দেখে তার পথ অনুসরণ করে তার স্ত্রীও।

 

পরে পরিস্থিতি এমন দিকে যায় যেখান থেকে স্বামীর পকেট থেকে গুটকা চুরি করে খেতে শুরু করে স্ত্রী। এরপর বিষয়টি নিয়ে বিবাদ চরমে ওঠে। স্ত্রীর বিরুদ্ধে স্বামী বিবাহ বিচ্ছেদের মামলা দায়ের করে। কিন্তু এতসবের পরও গুটকার নেশা ছাড়তে পারেনি তার স্ত্রী। একদিন ঘর থেকে বেরিয়ে যায় স্ত্রী। পাল্টা মামলা দায়ের করে সে। দুজনকেই কাউন্সেলিং সেন্টারে নিয়ে যায় পুলিশ। সেখান থেকে ফের দুজনেই পরিস্থিতি বুঝে ফের সংসারে মন দেয়।