বুধবার ১১ ডিসেম্বর ২০২৪
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ০৪ অক্টোবর ২০২৪ ১৬ : ২৫Rahul Majumder
নিজস্ব সংবাদদাতা: পুজোর গন্ধে ম-ম করছে চারপাশ। শুরু হয়ে গিয়েছে দেবীপক্ষ। উৎসবের এই আবহে মুক্তি পেল সমু মিত্রের নতুন পুজোর মিউজিক ভিডিও 'দুর্গা পুজো সবার'। মিউজিক ভিডিওটি পরিচালনা ও প্রযোজনা-দুইয়েরই দায়িত্ব সামলেছেন তিনি। 'দুর্গা পুজো সবার' জন্য এই প্রথম জুটি বাঁধলেন ঋতুপর্ণা সেনগুপ্ত ও শান। প্লুটো মিউজিক-এর ইউটিউব চ্যানেলে মুক্তি পেল এই গানের মিউজিক ভিডিও।
মিউজিক ভিডিওটি নিয়ে সমু মিত্র বললেন, “আমাদের তৈরি এই মিউজিক ভিডিও জাতি-ধর্ম নির্বিশেষে দুর্গা পুজোকে কেন্দ্র করে ঘটা সার্বিক সমন্বয়ের কথা বলে। এই গানের কেন্দ্রে রয়েছে পূর্ণা (ঋতুপর্ণা সেনগুপ্ত)। পূর্ণা বিদেশে থাকে, দুর্গা পুজোতে বাড়ি ফিরে সে তার পরিবার, প্রতিবেশী ও পুরনো প্রেমিকের সঙ্গে দুর্গাপুজো উদ্যাপন করে।" আরও বলেন, " আমার জন্য পুজোর মিউজিক ভিডিও ব্যাপারটা সব সময়েই খুব স্পেশ্যাল। আজ থেকে ১০ বছর আগে বাপ্পি লাহিড়ী, প্রসেনজিৎ চ্যাটার্জি, ঋতুপর্ণা সেনগুপ্ত, রূপা গাঙ্গুলি, ইন্দ্রাণী হালদার, তাপস পাল, শতাব্দী রায় সহ ৬০ জন জনপ্রিয় বাঙালি ব্যক্তিত্বদের নিয়ে বাংলার প্রথম গ্র্যান্ড পুজোর মিউজিক ভিডিও তৈরি করেছিলাম আমি। নাম ছিল 'ভালোবাসি বাংলা মাকে'। ”
সমু মিত্র আরও বললেন, “আমাদের এই মিউজিক ভিডিও 'দুর্গা পুজো সবার' অনেক দিক থেকে স্পেশ্যাল। কেরিয়ারের ২৫ বছর পূর্তিতে তৈরি হয়েছে এই ভিডিও। স্বভাবতই একটু বেশি আবেগ জড়িয়ে রয়েছে এই কাজের সঙ্গে। ঋতু আর আমি ২৫ বছরের বন্ধু, শান আমার অন্যতম ভাল বন্ধু। যাদের নিয়ে কাজ করেছি তাঁদের সবার সঙ্গেই বন্ধুতা ও স্নেহের সম্পর্ক। এক দিক থেকে এই মিউজিক ভিডিও তাই আমাদের বন্ধুত্বেরও উদযাপন।” উল্লেখ্য, ঋতুপর্ণা সেনগুপ্ত ছাড়াও মিউজিক ভিডিওতে দেখা গেছে জয় সেনগুপ্ত, নায়রা ব্যানার্জী, জয়ী দেবরয়, দেবিকা মুখার্জী, সোমা চট্টপাধ্যায় একাধিক অভিনেতাদের। মিউজিক ভিডিওটির সঙ্গীত পরিচালনা করেছেন সমিধ মুখোপাধ্যায়, গান গেয়েছেন শান, মিস জোজো, সমিধ, উর্ভী ও পৌলমী।
এই মিউজিক ভিডিও সম্পর্কে শান বললেন, “পুজোর বাংলা গান আমার কাছে অন্যরকম অনুভূতি। প্রথমত সমুকে ধন্যবাদ আমায় এই গানের সঙ্গে আমায় যুক্ত করার জন্য। সমিধ খুব ভার্সাটাইলভাবে গানটি তৈরি করেছেন। কাজটা করে খুব মজা পেয়েছি। তাছাড়া, এই প্রথমবার এই গানের মাধ্যমে ঋতুপর্ণা সেনগুপ্তর সঙ্গে কাজ করার সুযোগ হল। উনি এত গুণী একজন শিল্পী আর বর্ণময় একজন মানুষ। সব মিলিয়ে এই পুজোর গান একটু বেশিই স্পেশাল।”
অন্যদিকে, মুখ খুলেছেন ঋতুপর্ণাও। বললেন, “আমি আর সমু ২৫ বছরেরও বেশি সময় ধরে একে অপরের বন্ধু। যখনই ও কোনও কাজ নিয়ে আমার কাছে এসেছে নিশ্চিত থাকি যে দারুণ একটা অভিজ্ঞতা হতে চলেছে। আর এই মিউজিক ভিডিওটিও তার ব্যতিক্রম নয়। দুর্গা পুজো তো আত্মীয়তার উৎসব, পরিবার-পরিজন নিয়ে সমস্ত দুঃখ ভুলে আনন্দে মেতে ওঠার এক অনন্য অবসর। এই গানের মধ্যে দিয়ে সেই অনুভূতিই ফুটিয়ে তোলার চেষ্টা করেছি আমরা। আশা করি, আমাদের এই যৌথ প্রয়াস সবার ভালো লাগবে।”
বিশেষ খবর
নানান খবর
নানান খবর
ছোট্ট ‘মুসাফা’ হয়ে ওঠার জন্য খুদে আব্রাম কীভাবে নিজেকে প্রস্তুত করেছিল? এই প্রথম ফাঁস করলেন স্বয়ং শাহরুখ...
‘আসবেন না অনুষ্ঠানে’, রাজস্থানের মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করার পাশাপাশি রাজনীতিকদের তোপ সোনুর! কিন্তু কেন?...
‘ভুল ভুলাইয়া ৩ সুপারহিট, তবু ইন্ডাস্ট্রির সমর্থন পাব না!’ বিস্ফোরক কার্তিকের নিশানায় কারা? ...
জল্পনা সত্যি করে ‘বেবি জন’-এ হাজির সলমন, ছবির ঝলকে ‘টাইগার’কে দেখে কেন ক্ষেপল নেটপাড়া?...
‘ভূত বাংলো’র সামনে লন্ঠন হাতে একা অক্ষয়! গা-ছমছমে পোস্টার দেখিয়ে ছবি মুক্তির তারিখ ঘোষণা ‘খিলাড়ি’র ...
পর্দার জন্য নয়, বাস্তবে বিয়ের পিঁড়িতে বসছেন 'মেম বউ' সিরিয়ালের অভিনেত্রী বিনীতা চট্টোপাধ্যায় ...
'আমার সামনে দাঁড়াতেই...', অমিতাভকে দেখে বদলে গিয়েছিল রেখার নাচ! কোন গোপন কথা ফাঁস করলেন 'উমরাও জান'?...
অন্তর্বাস না পরা থেকে পাজামা খুলে যাওয়া, ‘জগন’-এর কথা বলতে গিয়ে আবেগে ভেসে আর কী বললেন সুব্রত?...
অভিনয়ের পাশাপাশি এবার পরিচালনায় রেজওয়ান! অ্যান্টনি ফিরিঙ্গি থেকে পুরনো কলকাতা ছুঁয়ে তৈরি করলেন ‘কালী কথা কলিকাতা’...
‘অ্যানিম্যাল’ নিয়ে রিয়্যালিটি শো-এর প্রতিযোগীর সঙ্গে তর্কে জড়ালেন পরিচালক, কটাক্ষ জাভেদ আখতারকেও!...
‘নর্মদা বাঁচাও আন্দোলন’-এর সঙ্গে এক বিন্দুতে মা হারা-কিশোরের যন্ত্রণাকে মেলায় গৌতমের ‘পরিক্রমা’ ...
গ্লোবের পাঁচ টাকার টিকিট, উথালপাথাল প্রেম এবং ‘গডফাদার’...
জন্মদিনে শর্মিলাকে ‘গ্যাংস্টার’ তকমা! শাশুড়ি-বউমার কেমন রসায়ন বোঝাতে চাইলেন করিনা?...
পুষ্পা ২’র বাজিমাত! সব রেকর্ড ভেঙে চুরমার, তৃতীয় দিনে অল্লু অর্জুনের ছবির ঝুলিতে কত আয়? ...
‘আমি বিন্দুমাত্র লজ্জিত নই, দুঃখিত-ও নই! বাংলা ভাষা আমার গর্ব ’, অকপট ইমন চক্রবর্তী ...