আজকাল ওয়েবডেস্ক: ধেয়ে আসছে ঝড়, হবে তুমুল বৃষ্টি, ভাসবে দক্ষিণবঙ্গ। পুজোর আগে বাংলায় দুর্যোগের পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। তবে হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, পুজোর সময় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলায়। বৃহস্পতিবার আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, এদিন থেকেই নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান, হুগলি, কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা।

 

শুক্রবার মুর্শিদাবাদ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। কলকাতা সহ সব জেলাতেই বৃষ্টির সতর্কতা। শনিবার দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির সম্ভাবনা। নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান সহ হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা। জানানো হয়েছে, রবিবার থেকে বাংলায় বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে। তবে বিক্ষিপ্তভাবে কিছু জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। আংশিক মেঘলা আকাশ বজায় থাকবে। বাতাসে জলীয় বাষ্প পরিমাণ বৃদ্ধি পাওয়ায় অস্বস্তি বাড়বে। পুজোর সময় দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে বলে জানিয়েছে হাওয়া অফিস।