নিজস্ব সংবাদদাতা: শুরু থেকেই দর্শকের মন জয় করেছে জি বাংলার ধারাবাহিক 'ডায়মন্ড দিদি জিন্দাবাদ'। ডায়মন্ড ও হৃদানের গল্প একটু একটু করে জমে উঠছে। কিন্তু তাদের প্রেমে কাঁটা হয়ে রয়েছে হৃদানের প্রাক্তন প্রেমিকা দেবী। 

 

 

ভাল মানুষের মুখোশের আড়ালে সে লুকিয়ে রেখেছে অজানা সত্য। এবার তার পর্দা ফাঁস করবে ডায়মন্ড! সম্প্রতি, প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের নতুন প্রোমো। সেখানে দেখা যাচ্ছে, ধুমধাম করে পাড়ার পুজো হচ্ছে। আয়োজনে ডায়মন্ডের শ্বশুর মশাই‌। আর এই পুজোর দিন বোম ফিট করে দেবী। আর সেটা জেনে যায় ডায়মন্ড।

 

পুজোতে এক গণ্যমান্য ব্যক্তির হাত ধরেই উদ্বোধন করানো প্ল্যান করা হয় কিন্তু তাকে স্বাগতম জানানোর জন্য যে মালা পরানো হবে সেই মালাতেই বোম ফিট করে রাখে দেবী। সেই ব্যক্তিকে মালা পরাতে গিয়েই প্রথমে বাধা দেয় ডায়মন্ড।

 

ডায়মন্ড বাধা দিতে তার শ্বশুর মশাই রেগে যান। এরপর হৃদান তাকে সেখান থেকে সরিয়ে নিয়ে যায়। এরপর ডায়মন্ডকে দেখা যায় রুদ্র মুর্তিতে মা দুর্গার ত্রিশূল ছুঁড়ে দেবীর হাত থেকে মালাটি ফেলে দিতে। এই ঘটনায় অবাক হয়ে যায় সকলে। তাহলে কি এবার দেবীর মুখোশ খুলতে পারবে ডায়মন্ড? উত্তর মিলবে ধারাবাহিকের আগামী পর্বে।