আজকাল ওয়েবডেস্ক: সাগরে তৈরি হচ্ছে গভীর নিম্নচাপ। তার প্রভাবে নভেম্বরের শেষে শীতের পথে পড়তে পারে বাধা। যদিও শুক্রবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৯ ডিগ্রি সেলসিয়াস। পশ্চিমের জেলাগুলিতে ১৪ থেকে ১৫ ডিগ্রি রয়েছে সর্বনিম্ন তাপমাত্রা। আগামী সোমবার অবধি দিন ও রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি কমতে পারে। সপ্তাহ শেষে পারদ আরও নামার ইঙ্গিত রয়েছে। তবে হাওয়া অফিস জানিয়েছে, নিম্নচাপ তৈরি হলে আবার বাড়তে পারে রাতের তাপমাত্রা। উত্তর ও দক্ষিণবঙ্গে আপাতত কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা নেই। এদিকে, মৌসম ভবন জানিয়েছে, শনিবার আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে। ২৬ নভেম্বর নিম্নচাপে পরিণত হবে সেই ঘূর্ণাবর্ত। সোমবার সেটা গভীর নিম্নচাপে পরিবর্তিত হতে পারে বলে পূর্বাভাস। নিম্নচাপের অভিমুখ এখনও স্পষ্ট নয়। তবে পূর্বাভাস নিম্নচাপের গতিপথ হতে পারে অন্ধ্রের দিকে। বঙ্গে প্রভাব পড়ার তেমন সম্ভাবনা নেই।
