সোমবার ১৪ অক্টোবর ২০২৪
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ০১ অক্টোবর ২০২৪ ২২ : ৩৫Sampurna Chakraborty
সমীর দে, ঢাকা
টেস্ট ক্রিকেটটা সম্ভবত তাঁর আর খেলা হচ্ছে না। ঘরের মাঠে মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলা নিয়ে অনিশ্চয়তা কাটেনি। তাঁর ইচ্ছে ছিল এই টেস্টটা খেলে তিনি বিদায় নেবেন। বিসিবি সভাপতি ফারুক আহমেদ সরাসরি বলেছেন, শাকিবের নিরাপত্তার দায়িত্ব নিতে পারবেন না তাঁরা। আর ক্রীড়া উপদেষ্টা বলেছেন, ‘এখানে শাকিব আল হাসানের পরিচয় দুটো। খেলোয়াড় হিসেবে একটা পরিচয়, আরেকটা হচ্ছে রাজনৈতিক পরিচয়। একজন খেলোয়াড়কে যতটুকু নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সেটা অবশ্যই আমরা দেব। তবে সাধারণ মানুষের ক্ষোভ যদি শাকিবের ওপর গিয়ে পড়ে, তখন নিরাপত্তা দেওয়া কঠিন।’
বিসিবি সভাপতি আর ক্রীড়া উপদেষ্টার এই ধরনের মন্তব্যের পর শাকিব যে দেশে আসছেন না, সেটা মোটামুটি নিশ্চিত। তাঁর আর টেস্ট খেলা হচ্ছে না। অর্থাৎ শাকিবের টেস্ট কেরিয়ার শেষ। ভারতের বিরুদ্ধে কানপুর টেস্টই হয়ে থাকবে শাকিব আল হাসানের শেষ টেস্ট। টি-২০ ক্রিকেট নিয়েও একই কথা বলেছেন শাকিব। আন্তর্জাতিক টি-২০ ক্রিকেট আর খেলবেন না। ক্রিকেট বোর্ড যদি তাঁকে দলে প্রয়োজন মনে করে, তাহলে ভবিষ্যতে হয়তো ভেবে দেখবেন। তবে এক্ষেত্রে শাকিবের নিজের অবস্থান পরিষ্কার। তিনি বলেছেন, গত বিশ্বকাপেই খেলে ফেলেছেন শেষ আন্তর্জাতিক টি-২০ ম্যাচ। শাকিবের এই বক্তব্যের পর এখনও পর্যন্ত বিসিবির কর্তাব্যক্তিরা শাকিবের টি-২০ খেলা নিয়ে কোনও কথা বলেনি। অর্থাৎ হয়তো টি-২০ ক্রিকেটেও শাকিবকে শেষবার দেখা হয়ে গেল।
এবার আসা যাক একদিনের আন্তর্জাতিকে। শাকিব যে সংস্করণের আন্তর্জাতিক ক্রিকেট চালিয়ে যাবেন বলে মনস্থির করেছেন, সেটি ওয়ানডে। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়েই একদিনের ক্রিকেটকে বিদায় জানানোর ইচ্ছা তারকা অলরাউন্ডারের। কিন্তু প্রশ্ন হল, চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত শাকিব কীভাবে খেলাটা চালিয়ে যাবেন? বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ছটি ওয়ানডে ম্যাচ খেলবে। ওয়েস্ট ইন্ডিজ সিরিজের তিনটি ম্যাচ পূর্বনির্ধারিত। ক্যারিবিয়ান সফরের আগে নভেম্বরে সংযুক্ত আরব আমিশাহির শারজায় আফগানিস্তানের বিরুদ্ধে খেলবে তিন ম্যাচের একদিনের সিরিজ। প্রশ্ন হল, শাকিব আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এই ছ'টি ম্যাচ খেলবেন কোন প্রক্রিয়ায়? নির্বাচক কমিটি তাঁকে দলে নেবে কীভাবে?
শাকিব যদি বাংলাদেশে না থাকেন বা থাকতে না পারেন, তাহলে দলের সঙ্গে থেকে ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তান সিরিজের প্রস্তুতি নিতে পারবেন না। ওদিকে বর্তমান বোর্ড সভাপতি ফারুক আহমেদ ও প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর নীতি কঠোর। দু'জনই যার যার পদে দায়িত্ব নিয়ে বলেছিলেন, দলের সঙ্গে প্রস্তুতি না নিলে বা অনুশীলন না করলে জাতীয় দলে কোনও খেলোয়াড়কে বিবেচনা করা হবে না।
শাকিব বর্তমানে যে জটিল পরিস্থিতির মধ্যে আছেন, তাতে তাঁর পক্ষে দেশে থেকে অনুশীলন করা এই মুহূর্তে সম্ভব না। কিংবা তিনি মনে করেন আপাতত তাঁর জন্য সে পরিবেশ এখানে নেই। মামলা, আওয়ামী বিরোধীদের রোষানলে পড়ার শঙ্কা এবং যুক্তরাষ্ট্রে যেতে পারার অনিশ্চয়তা মিলে তাঁর এরকম মনে হওয়াটাই স্বাভাবিক। সেক্ষেত্রে দুটি সিরিজ যদি তিনি না খেলেন, চ্যাম্পিয়ন্স ট্রফিই বা খেলবেন কীভাবে? হুট করে তো আর দলে ঢুকতে পারবেন না শাকিব। তিনি নিজেও সম্ভবত তা চাইবেন না। খেলতে হলে ফিটনেস, ফর্ম এইসবও তো লাগে। তাহলে কি এটাই ধরে নিতে হবে যে শাকিবের ওয়ানডে কেরিয়ারটাও এরই মধ্যে শেষ দিগন্ত দেখে ফেলেছে!
শাকিব আগামী মাসের দক্ষিণ আফ্রিকা সিরিজে ঘরের মাঠে শেষ টেস্ট খেলার ইচ্ছার কথা জানিয়ে দেশে আসার ও দেশ থেকে নির্বিঘ্নে যুক্তরাষ্ট্রে যাওয়ার নিশ্চয়তা চেয়েছেন। তবে এক্ষেত্রে বিসিবি ও সরকারের এখনও পর্যন্ত যে অবস্থান, তাতে এটা অন্তত মনে করার কোনও কারণ নেই যে শাকিবকে খুব আনন্দের সঙ্গে দেশে স্বাগত জানানো হবে। বরং পদে পদে যেন তাঁকে এটাই মনে করিয়ে দেওয়া হচ্ছে, তিনি এই দেশে আর খুব একটা কাঙ্খিত নন। তাঁর প্রয়োজন ফুরিয়েছে। যতই নিজের দেশ হোক, এখানে এসে শান্তিতে শেষ টেস্ট খেলতে চাইলে অলিখিত কিছু শর্ত মেনেই আসতে হবে। নয়তো না আসাই ভাল। তার মানে একদিনের ক্রিকেটেও এখনই একরকম জোর করেই অঘোষিত অবসরের দিকে ঠেলে দেওয়া হচ্ছে শাকিবকে!
অতৃপ্তিটা অবশ্য একা শাকিবের হবে না, হবে বাংলাদেশের ক্রিকেটেরও। এই দেশের ক্রিকেটের একটা দুর্নাম, ক্রিকেটাররা এখানে ভালভাবে অবসর নিতে পারেন না। আগে থেকে অবসরের ঘোষণা করে শাকিব ব্যতিক্রম হতে চেয়েছিলেন। কিন্তু লাভ হলো কি? সেই তো বিতর্ক, সমালোচনা। ১৭ বছরের ক্রিকেট কেরিয়ারের চেয়ে শাকিবের ৭ থেকে ৮ মাসের রাজনৈতিক পরিচয়ই এখন মূখ্য হয়ে উঠেছে। ফলে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে শাকিবের শেষ দেখা দর্শকরাও দেখে ফেলেছেন!
#Shakib Al Hasan#Bangladesh Cricket#Retirement
বিশেষ খবর
নানান খবর
নানান খবর
বিশ্বমঞ্চে অজিদের অভিজ্ঞতার কাছেই হার, বললেন হরমনপ্রীত...
বিশ্বমঞ্চে অজিদের অভিজ্ঞতার কাছেই হার, বললেন হরমনপ্রীত...
চার বলে চার উইকেট, অস্ট্রেলিয়ার কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায়ের মুখে ভারত...
ভারতের ব্র্যান্ড অফ ক্রিকেট সফরকারী দলগুলোর জন্য চ্যালেঞ্জিং, নিউজিল্যান্ডের কোচের মুখে সতর্কবাণী...
শুধু পারফরম্যান্স নয়, এই বিশেষ কারণে নেটদুনিয়ায় ঝড় তুললেন পাণ্ডিয়া-সঞ্জু ...
ছন্নছাড়া ফুটবল, ফারুখ চৌধুরীর গোলে ভর করে ভিয়েতনামের বিরুদ্ধে ড্র করল ভারত...
শেষ ম্যাচে একাধিক বদলের সম্ভাবনা, টিম ইন্ডিয়ার প্রথম একাদশে শনিবার কারা থাকবেন? জানুন ক্লিক করে ...
এ যেন মিউজিক্যাল চেয়ার, মুলতান টেস্ট হারতেই ফের অধিনায়ক বদল হতে চলেছে পাক দলে ...
পাক ক্রিকেটেই সম্ভব, আম্পায়ার এলেন জাতীয় নির্বাচক কমিটিতে ...
একে তো ইংল্যান্ডের কাছে লজ্জার হার, তার উপর বাবরকে ব্যঙ্গ করলেন সতীর্থ ...
ফুটবলের প্রচার, ভারতে আসছেন ম্যান ইউয়ের এই প্রাক্তন তারকা...
অস্ট্রেলিয়া সিরিজে এক টেস্টে অনিশ্চিত রোহিত, বোর্ডের কাছে ছুটির আবেদন...
বাংলায় কথা বললেন সঞ্জু, আউট হলেন মিরাজ, অবাক করা ঘটনা অরুণ জেটলি স্টেডিয়ামে ...
বাবার মৃত্যুর খবরে বিশ্বকাপের মাঝেই দেশে ফিরছেন পাকিস্তান অধিনায়ক ফাতিমা সানা...
পাকিস্তানের বিরুদ্ধে ব্রুকের ট্রিপল, রুটের ডাবল সেঞ্চুরি, আটশো রানের পাহাড়ে ইংল্যান্ড...
টেনিসকে বিদায় জানালেন নাদাল, ডেভিস কাপের পর অবসর ঘোষণা...