আজকাল ওয়েবডেস্ক: প্যারিস অলিম্পিকে দুটি পদক জিতে ইতিহাস সৃষ্টি করেছেন ভারতীয় শুটার মানু ভাকের। এবার দুর্গাপুজোর সময় কলকাতায় আসছেন ভারতীয় শুটার। কলকাতার একাধিক দুর্গাপুজো ঘুরে দেখবেন তিনি। এছাড়াও একাধিক কর্মসূচি রয়েছে মানুর।

 

পুজোর সময় শহরে এসে কলকাতার সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য অনুভব করবেন মানু। জানা গিয়েছে, আগামী ৫ অক্টোবর কলকাতা বিমানবন্দরে পৌঁছানোর পর সরাসরি শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে যাবেন মনু। সেখানে দুর্গা মণ্ডপ ঘুরে দেখে স্থানীয় মহিলা ফুটবল দলের সঙ্গে  দেখা করবেন তিনি।

 

এরপর একটি চ্যাট শোয়ে অংশগ্রহণ করার কথা রয়েছে মানুর। রাজ্য বিধানসভার স্পিকার বিমান ব্যানার্জির পুজো বারুইপুরের পদ্মপুকুরেও যাওয়ার কথা রয়েছে অলিম্পিকে পদকজয়ী শুটারের। এটাই মানুর প্রথম কলকাতা সফর।

 

উল্লেখ্য, ২০২৪ সালের প্যারিস অলিম্পিকে দুটি পদক জেতেন মানু ভাকের। তিনিই প্রথম ভারতীয় অ্যাথলিট যিনি একই অলিম্পিকে দুটি পদক জিতেছেন। মানুর দুটি পদকের মধ্যে একটি এসেছে ব্যক্তিগত ইভেন্টে এবং অপরটি এসেছে দলগত ইভেন্টে।