সংবাদমাধ্যমের তরফে জানতে চাওয়ায় অরিন্দম বাগচি জানিয়েছেন, "যেহেতু এই বিষয়টি ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তায় আঘাত করে, সেই কারণেই কিছু তথ্যকে গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে। মার্কিন প্রশাসনের দেওয়া তথ্য সংশ্লিষ্ট দপ্তর বিবেচনা করছে।" এদিকে, আমেরিকার তরফে বলা হয়েছে, ভারত সরকারের শীর্ষ মহলের সঙ্গে মার্কিন ভূমিতে একজন শিখ বিচ্ছিন্নতাবাদীকে হত্যার চক্রান্ত করার বিষয়টি নিয়ে কথা বলা হয়েছে। হোয়াইট হাউসের তরফে বলা হয়েছে, তাদের দেওয়া তথ্যে অবাক হয়েছে দিল্লি এবং জানানো হয়েছে এই ধরণের কাজ দেশের নীতি সম্মত নয়। হোয়াইট হাউসের মুখপাত্র অ্যাড্রিন ওয়াটসন বলেছেন, "আমরা জানি, বিষয়টি নিয়ে তদন্ত করছে ভারত সরকার এবং আগামী দিনে আরও কিছু বলবে। আমরা আমাদের প্রত্যাশা যে, কেউ যদি এর পিছনে থাকে, তাহলে তাকে দায়িত্ব নিতে হবে।" মার্কিন মুলুকে পান্নুমকে হত্যার ছক নিয়ে দিল্লিতে মার্কিন প্রশাসন সতর্ক করে দিয়েছে বলেও জানা গিয়েছে।
