আজকাল ওয়েবডেস্ক: বড় ব্যাঙ্কগুলির পাশাপাশি দেশের ছোটো ব্যাঙ্কগুলি যথেষ্ট ভাল সুদের হার দিচ্ছে। উজ্জীবন স্মল ফিনান্স ব্যাঙ্ক তাদের ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল। ৯ মাসের জন্য ফিক্সড ডিপোজিটে সুদের হার করা হয়েছে ৭.৫ শতাংশ।
জেনারেল সিটিজেনদের জন্য এখানে সুদের হার পাবেন ৮.২৫ শতাংশ। ১২ মাসের মধ্যেই এই সুদের হার দেওয়া হবে। সিনিয়র সিটিজেনরা পাবেন ৮.৭৫ শতাংশ। এখানে টাকা বিনিয়োগ করলে আপনি পাবেন ০.২০ শতাংশ বেশি সুদ। স্মল ফিনান্স ব্যাঙ্কগুলির মধ্যে উজ্জীবন স্মল ফিনান্স ব্যাঙ্ক এক বছরের জন্য ফিক্সড ডিপোজিটে ৮.২৫ শতাংশ হারে সুদ দিচ্ছে।
উৎকর্ষ স্মল ফিনান্স ব্যাঙ্ক সুদ দিচ্ছে ৮ শতাংশ। ইউনিটি স্মল ফিনান্স ব্যাঙ্ক দেবে ৭.৮৫ শতাংশ। এইউ স্মল ফিনান্স ব্যাঙ্ক এক বছরের জন্য ডিপোজিটে দেবে ৭.২৫ শতাংশ সুদ। বড় ব্যাঙ্কগুলির সঙ্গে তাল রেখে ছোটো ব্যাঙ্কগুলিও তাই এখন সকলের নজরে থাকবে।
