আজকাল ওয়েবডেস্ক: অবসর নিয়ে ইঙ্গিত দিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। বাবাকে গোল উৎসর্গ করার দিনে সিআর সেভেন জানালেন, তাঁর হাতে সময় আর বিশেষ নেই। পুরস্কার এবং ব্যক্তিগত সম্মান তাঁর কাছে এখন আর গুরুত্বপূর্ণ বিষয় নয়।
৩৯ বছর বয়সি রোনাল্ডো সবুজ মাঠে এখনও ম্যাজিক দেখাচ্ছেন। তিনি গোল করেই চলেছেন। ৯০৪টি গোল হয়ে গেল তাঁর। হাজার গোলের অসম্ভব মাইলস্টোনের দিকে ধীরে ধীরে এগিয়ে চলেছেন পর্তুগিজ মহানায়ক।
কিন্তু আর কতদিন ফুটবল মাঠে ফুল ফোটাবেন সিআর সেভেন? রোনাল্ডো অবসরের ইঙ্গিত দিয়ে বলছেন, ''আমি ফুটবল এখন উপভোগ করছি। আমি নিজেও জানি, আমার হাতে সময় আর নেই। সেরা খেলোয়াড় হওয়া বা পুরস্কার জেতা আমার কাছে আর গুরুত্বপূর্ণ বিষয় নয়। যেটা গুরুত্বপূর্ণ তা হল, খেলাটা উপভোগ করা এবং দলকে সাহায্য করা।''
এএফসি চ্যাম্পিয়ন্স লিগ এলিটে গোল পান সিআর সেভেন। তাঁর গোল করার দিন জিতেছে আল নাসেরও। রোনাল্ডোর ক্লাব আল নাসের ২-১ গোলে হারিয়েছে আল রাইয়ানকে। দলের দ্বিতীয় গোলটি পর্তুগিজ মহাতারকার। তার পরই বাবাকে গোল উৎসর্গ করেন তিনি।
খেলার শেষেও পর্তুগিজ মহাতারকা আবেগপ্রবণ। তিনি বলছেন, ''আজকের গোলটার অন্যরকম অর্থ রয়েছে। বাবা বেঁচে থাকলে কী দারুণ হতো! আজ বাবার জন্মদিন।''
