আজকাল ওয়েবডেস্ক: কতটা সময় ঘুমিয়ে থাকতে পারেন আপনি। ঘুমিয়ে যদি অর্থ উপার্জন করা যায় তাহলে তার থেকে বেশি ভাল আর কী হতে পারে। বেঙ্গালুরুর এক মহিলা এবার নতুন ঘুমের রেকর্ড করল। সকলকে হারিয়ে দিয়ে ঘুমের নতুন রেকর্ড করল সে। জিতে নিল ৯ লক্ষ টাকা।
বেঙ্গালুরুতে একটি প্রতিযোগিতা জিতে নেয় সাইসওয়াড়ি পাটিল নামে ওই মহিলা। তার ঘুমের মহিলা দেখে সকলেই অবাক হয়ে গিয়েছেন। যে প্রতিযোগিতায় তিনি নাম দিয়েছিলেন সেখানে সকলেই ঘুমিয়ে নিজেকে প্রমাণ করছিলেন। কিন্তু সকলকে হার মানিয়ে ঘুমিয়ে চ্যাম্পিয়ন হয়ে যায় এই মহিলা। ভারতের একটি সমীক্ষা থেকে দেখা গিয়েছে প্রায় ৫০ শতাংশ মানুষ সারাদিনের পরিশ্রমের পর সঠিকভাবে ঘুমোতে পারেন না।
তাই সকালে ঘুম থেকে ওঠার পর তারা ক্লান্তি অনুভব করতে থাকেন। এরপর কাজে যাওয়ার আগে তাদের ঝিমুনি ভাব আসে। দ্রুত নিজেদের কর্মক্ষমতা হারাতে থাকেন তারা। এখানেই সকলকে হারিয়ে দিয়েছেন এই মহিলা। ঘুম থেকে ওঠার পর যে সতেজতা তিনি দেখিয়েছেন তা দেখে সকলেই অবাক। রাতের দিকে সামাজিক মাধ্যমে সময় না কাটিয়ে তিনি নিজেকে ঘুমের মধ্যে ব্যস্ত রেখেছেন।
এরফলেই প্রতিদিনের কাজ সঠিকভাবে করতে পেরেছেন তিনি। করোনাকালের তুলনা করে তিনি বলেন, প্রতিদিন সঠিক সময় ধরে যদি ঘুমানোর অভ্যাস হয়ে যায় তবে তাতে নিজেরই লাভ হবে। দিন হোক বা রাত কাজ শেষ হয়ে গেলেই তিনি ঘুমিয়ে পড়েন। এই অভ্যাসই তাকে সকলের থেকে আলাদা করে দিয়েছে। এই প্রতিযোগিতা জেতার এটাই প্রধান কারণ।
