আজকাল ওয়েবডেস্ক: মাসের শুরুতে আবারও বাড়ল গ্যাসের দাম। উৎসবের মরশুমে গ্যাসের দামে ফের বড় ধাক্কা। বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বাড়ল আজ থেকে। মঙ্গলবার একলাফে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বাড়ল প্রায় ৫০ টাকা। পয়লা অক্টোবর থেকেই বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের নতুন দাম কার্যকর হবে। 

 

পয়লা অক্টোবর ১৯ কেজি সিলিন্ডারের দাম বেড়েছে ৪৮.৫০ টাকা। ৫ কেজি ফ্রি ট্রেড এলপিজি সিলিন্ডারের দামও ১২ টাকা বেড়েছে। ৪৭.৫ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম ১২০ টাকা বাড়ানো হয়েছে। কলকাতায় ১৯ কেজি সিলিন্ডারের দাম বেড়ে হয়েছে ১৮৫০.৫০ টাকা। দিল্লিতে ১৯ কেজি সিলিন্ডারের দাম বেড়ে হয়েছে ১৭৪০ টাকা। 

 

প্রসঙ্গত, সেপ্টেম্বর মাসেও বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছিল। ১৯ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়েছিল ৩৯ টাকা বেড়েছিল। তবে চলতি মাসেও রান্নার গ্যাসের দাম অপরিবর্তিত। টানা ছয় মাস রান্নার গ্যাসের দাম বাড়ানো হয়নি। যা খানিকটা স্বস্তি দিয়েছে মধ্যবিত্তের ঘরে। বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বেড়ে যাওয়ায়, পুজোর আগে রেস্তোরাঁয় খাবারের দাম আরও বাড়তে পারে। লোকসভা নির্বাচন মিটতেই টানা তিনমাস বাড়ানো হল বাণিজ্যিক গ্যাসের দাম।