সোমবার ১৪ অক্টোবর ২০২৪
সম্পূর্ণ খবর
Sumit | ০১ অক্টোবর ২০২৪ ১৩ : ০৩Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: নিজের পেনশনকে করে তুলুন নিশ্চিন্ত। এলআইসি নিয়ে এসেছে সরল পেনশন স্কিম। এখানে যদি বিনিয়োগ করতে পারেন তবে অবসরের সময় মাসে ১২ হাজার টাকা পাবেন। ফলে বয়সকালে বেশি সমস্যা হবে না। নিজের অবসর নিয়ে অনেকেই চিন্তায় থাকেন।
কোথায় টাকা রাখবেন, কীভাবে সেই টাকা পেনশন হিসাবে পাবেন, সবই যেন জোট পাকিয়ে যায়। তবে চিন্তার কোনও কারণ নেই। এলআইসি নিয়ে এসেছে সরল পেনশন স্কিম। মাসে সুরক্ষিত পেনশন মেলার ক্ষেত্রে এই পেনশন স্কিমের থেকে ভাল আর কিছু হতে পারে না। এখানে বিনিয়োগ করলেই পেনশন হিসাবে মাসে ১২ হাজার টাকা পেতে পারেন। যাদের বয়স ৪০ বছরের বেশি তাদের জন্য এই পেনশন স্কিম করা হয়েছে। ৮০ বছর পর্যন্ত যাদের বয়স তারা অনায়াসে এখানে বিনিয়োগ করে নিজেরে ভবিষ্যৎকে নিশ্চিত করতে পারেন।
যদি মাসে এখানে এক হাজার টাকা করে বিনিয়োগ করতে পারেন তবে বছরে আপনি বিনিয়োগ করবেন ১২ হাজার টাকা। এখানে বিনিয়োগের সর্বোচ্চ কোনও সীমা নেই। এলআইসি-র হিসাব অনুসারে যদি কোনও বিনিয়োগকারী ৩০ লক্ষ টাকা বিনিয়োগ করেন তবে তিনি মাসে ১২ হাজার ৩৮৮ টাকা পেনশন পাবেন। এখানেই শেষ নয়, এখান থেকে নিজের দরকার মত লোনও আপনি পেতে পারেন। তাহলে আর দেরী না করে দ্রুত এই প্রকল্পে বিনিয়োগ করতে পারেন। তাহলেই নিজের ভবিষ্যৎ সুরক্ষিত হবে। বয়সকালে যদি মাসে ১২ হাজার টাকা পেনশন পান তবে তাহলে তা আপনার পক্ষে ভালই হবে।