আজকাল ওয়েবডেস্ক: কানপুর টেস্ট জেতার গন্ধ ভারতের সাজঘরে। ৯৫ রানের লক্ষ্য টিম ইন্ডিয়ার। ভারতীয় বোলারদের মধ্যে যশপ্রীত বুমরাহ, রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা তিনটি করে উইকেট নিয়ে বাংলাদেশকে ধসিয়ে দেন ১৪৬ রানে।
প্রথম দিন কেবল ৩৫ ওভার খেলা হয়। দ্বিতীয় ও তৃতীয় দিন বৃষ্টির জন্য খেলা পরিত্যক্ত হয়। চতুর্থ দিনে সময়মতো খেলা শুরু হয়। আর দু' দিনে ভারত টেস্ট ম্যা জেতার দোরগোড়ায় পৌঁছে গিয়েছে।
প্রথম ইনিংসে ২৩৩ রানে অলআউট হয় বাংলাদেশ। এরপর ব্যাট করতে নেমে ঝড় তোলে ভারত। ৩৪.৪ ওভারে ৯ উইকেটে ২৮৫ রান তোলার পর অধিনায়ক রোহিত শর্মা ইনিংসের সমাপ্তি ঘোষণা করেন। ব্যাটিং ঝড়ের পরে ভারতের ঘূর্ণি ঝড় শুরু হয়।
রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজার নাগপাশে বাংলাদেশের দ্বিতীয় ইনিংস শেষ হয় ১৪৬ রানে। ভারতের জয়ের লক্ষ্য ৯৫ রান। সোমবার অশ্বিনের ঘূর্ণিতে ফেরেন জাকির হাসান ও নাইট ওয়াচম্যান হাসান মাহমুদ। মঙ্গলবার সকালেও কানপুরে একই চিত্রনাট্য অব্যাহত। অশ্বিন ফেরান মোমিনুলকে।
এরপরে সাদমান ইসলাম ও নাজমুল চতুর্থ উইকেটে ৫৫ রান যোগ করেন। ঠিক যখন মনে হচ্ছিল বাংলাদেশ নিরাপদ জায়গায় পৌঁছে যাবে, ঠিক তখনই ছন্দপতন। নাজমুল ফিরে যান ১৯ রানে। সাদমান (৫০) ও মুশফিকুর রহিম (৩৭) ছাড়া আর লড়লেন কে! বাকিরা এলেন আর গেলেন।
