সোমবার ১৪ অক্টোবর ২০২৪
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ৩০ সেপ্টেম্বর ২০২৪ ১৪ : ১২Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: আইএসএলের প্রথম তিন ম্যাচের পরই কোচ বদল। এর আগে ভারতীয় তথা কলকাতা ফুটবলে এরকম অনেক ঘটনা থাকলেও, আইএসএল চালু হওয়ার পর খুব একটা উদাহরণ নেই। কিন্তু সেই পুরোনো যুগে ফিরে গেল ইস্টবেঙ্গল। লাল হলুদে অতীত হয়ে গেল কার্লেস কুয়াদ্রাত জমানা। শুক্রবার এফসি গোয়ার কাছে হারার পর ইমামির এক উচ্চপদস্থ কর্তা জানিয়েছিলেন, এখনই কোচ বদলের কোনও ভাবনা নেই তাঁদের। কুয়াদ্রাতকে আরও কিছুটা সময় দেওয়া হবে। সুতরাং ভেবে নেওয়া হয়, অন্তত ডার্বি পর্যন্ত থাকবেন সুপার কাপ জয়ী কোচ। কিন্তু গত একদিনে আচমকাই বদলে গেল চিত্রনাট্য। সরে যাওয়ার সিদ্ধান্ত নিলেন কুয়াদ্রাত। কিন্তু হঠাৎ কেন সরে গেলেন? ভাবা হয়েছিল, ম্যানেজমেন্টের চাপে পড়েই এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন লাল হলুদের বিদায়ী কোচ। কিন্তু জানা গিয়েছে, এই সিদ্ধান্ত সম্পূর্ণ কুয়াদ্রাতের নিজের। ম্যানেজমেন্ট তাঁর ওপর কোনও চাপ সৃষ্টি করেনি। কুয়াদ্রাতের কোচিং নিয়ে সন্তুষ্ট না থাকলেও এখনই তাঁকে ছেঁটে ফেলার ভাবনা ছিল না। তার আরও একটা কারণ, বিশাল আর্থিক চুক্তি। কুয়াদ্রাতকে সরানো হলে বড় অঙ্ক ক্ষতিপূরণ দিতে হত। কিন্তু নিজেই সরে যাওয়ায় সেটা আর দিতে হচ্ছে না। রবিবার ইমামির কর্তাদের সঙ্গে বৈঠকে বসেন কুয়াদ্রাত। রাতের সেই মিটিংয়েই সিদ্ধান্ত হয়। দলের কয়েকজন সিনিয়র প্লেয়ার তাঁর সিদ্ধান্তের কথা জানলেও, পুরো দল জানত না। সোমবার সকালে আরও একদফা বৈঠক হয়। তারপরই ফুটবলারদের আনুষ্ঠানিকভাবে জানানো হয়।
শুক্রবার এফসি গোয়ার কাছে হারের পর গ্যালারিতে 'গো ব্যাক কুয়াদ্রাত' স্লোগান ওঠে। স্টেডিয়াম ছাড়ার সময়ও সমর্থকদের রোষের মুখে পড়তে হয় তাঁকে। এর আগে কেরল ব্লাস্টার্সের কাছে হারের পর তাঁর কোচিং নিয়ে সমালোচনা করেন প্রাক্তন ফুটবলাররা। দলের একজন-দু'জন ফুটবলারের সঙ্গেও বিবাদে জড়ান তিনি। সবদিক থেকে যথেষ্ঠ মানসিক চাপে পড়ে দিয়েছিলেন কুয়াদ্রাত। মাঠের বাইরের এই চাপ নিতে পারলেন না। শেষপর্যন্ত সরে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। যুদ্ধকালীন তৎপরতায় নতুন কোচ খোঁজার কাজে নেমে পড়েছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। আন্তোনিও লোপেজ হাবাস প্রথম পছন্দ থাকলেও, তাঁকে ইন্টার কাশি ছাড়বে না। সুতরাং প্রাক্তন মোহনবাগান কোচের আসার সম্ভাবনা নেই। নতুন কোচের দৌড়ে নাম ভাসছে ইভান ভুকোমানোভিচ এবং স্টাইকোস ভারগেটিসের। আইএসএলে কোচিং করার অভিজ্ঞতা আছে, এমন কোচকেই আনতে চাইছে ইস্টবেঙ্গল। দীর্ঘদিন কেরল ব্লাস্টার্সে কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে ইভানের। অন্যদিকে দু'বছর পাঞ্জাব এফসিতে ছিলেন স্টাইকোস। আপাতত এই দু'জনের নাম ভাসছে। জামশেদপুর ম্যাচে কোচের দায়িত্ব সামলাবেন বিনো জর্জ। কিন্তু ডার্বির আগেই নতুন কোচ নিযুক্ত করা হবে।
বিশেষ খবর
নানান খবর
নানান খবর
বিশ্বমঞ্চে অজিদের অভিজ্ঞতার কাছেই হার, বললেন হরমনপ্রীত...
বিশ্বমঞ্চে অজিদের অভিজ্ঞতার কাছেই হার, বললেন হরমনপ্রীত...
চার বলে চার উইকেট, অস্ট্রেলিয়ার কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায়ের মুখে ভারত...
ভারতের ব্র্যান্ড অফ ক্রিকেট সফরকারী দলগুলোর জন্য চ্যালেঞ্জিং, নিউজিল্যান্ডের কোচের মুখে সতর্কবাণী...
শুধু পারফরম্যান্স নয়, এই বিশেষ কারণে নেটদুনিয়ায় ঝড় তুললেন পাণ্ডিয়া-সঞ্জু ...
ছন্নছাড়া ফুটবল, ফারুখ চৌধুরীর গোলে ভর করে ভিয়েতনামের বিরুদ্ধে ড্র করল ভারত...
শেষ ম্যাচে একাধিক বদলের সম্ভাবনা, টিম ইন্ডিয়ার প্রথম একাদশে শনিবার কারা থাকবেন? জানুন ক্লিক করে ...
এ যেন মিউজিক্যাল চেয়ার, মুলতান টেস্ট হারতেই ফের অধিনায়ক বদল হতে চলেছে পাক দলে ...
পাক ক্রিকেটেই সম্ভব, আম্পায়ার এলেন জাতীয় নির্বাচক কমিটিতে ...
একে তো ইংল্যান্ডের কাছে লজ্জার হার, তার উপর বাবরকে ব্যঙ্গ করলেন সতীর্থ ...
ফুটবলের প্রচার, ভারতে আসছেন ম্যান ইউয়ের এই প্রাক্তন তারকা...
অস্ট্রেলিয়া সিরিজে এক টেস্টে অনিশ্চিত রোহিত, বোর্ডের কাছে ছুটির আবেদন...
বাংলায় কথা বললেন সঞ্জু, আউট হলেন মিরাজ, অবাক করা ঘটনা অরুণ জেটলি স্টেডিয়ামে ...
বাবার মৃত্যুর খবরে বিশ্বকাপের মাঝেই দেশে ফিরছেন পাকিস্তান অধিনায়ক ফাতিমা সানা...
পাকিস্তানের বিরুদ্ধে ব্রুকের ট্রিপল, রুটের ডাবল সেঞ্চুরি, আটশো রানের পাহাড়ে ইংল্যান্ড...
টেনিসকে বিদায় জানালেন নাদাল, ডেভিস কাপের পর অবসর ঘোষণা...