আজকাল ওয়েবডেস্ক: এবার যৌন নির্যাতনের অভিযোগ উঠল প্রাইভেট শিক্ষকের বিরুদ্ধে। এক জন নয়, তিন জন প্রাইভেট শিক্ষক মিলে যৌন নির্যাতন করেছে বলে অভিযোগ। জানা গিয়েছে, দুজনকে পুলিশ গ্রেফতার করেছে, একজন পলাতক। ঘটনাটি ঘটেছে মুম্বইতে। 

 

 

এক বার নয়, একাধিকবার যৌন নির্যাতন করেছে পড়ানোর অছিলায় এমনটাই অভিযোগ জানিয়েছে নির্যাতিতা। পুলিশ জানিয়েছে, নির্যাতিতা বয়স ১৩ এর কিশোরী। ওই তিনজনের কাছে টিউশন পড়ত মেয়েটি। সেখানেই একাধিকবার তাঁর সঙ্গে অশালীন আচরণ করে। এমনকী গোপনীয় ছবি তোলে। সেই ছবি দেখিয়ে বারবার তাঁকে যৌন হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ। 

 

জানা গিয়েছে, মেয়েটির মায়ের বিবাহবিচ্ছেদ হয়েছে। মায়ের সঙ্গে একাই থাকে মেয়েটি। বাড়িতে পুরুষ সদস্যের অনুপস্থিতির সুযোগ নিয়েছে অভিযুক্তেরা। মেয়েটি প্রথমে মাকে কিছু না বললেও পরে খুলে বলে সব। মেয়েটির মা একা থাকার জন্য প্রথমে পুলিশে অভিযোগ জানাতে রাজি হননি। পরে আত্মীয়ের পরামর্শে অভিযোগ দায়ের করা হয় থানায়। 

 

পুলিশ ইতিমধ্যেই ওই তিন অভিযুক্তের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে। এর মধ্যে গৌতম এবং তরুণ নামে দুই শিক্ষককে গ্রেফতার করা হয়েছে এবং আরেক শিক্ষক সত্যরাজ পলাতক। তার খোঁজে তল্লাশি শুরু হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে পকসো আইনের ৩৫৪ এবং ৩৭৪ (২) ধারায় মামলা করা হয়েছে।