আজকাল ওয়েবডেস্ক : যদি কেউ ৩০ বছর বয়স থেকে এসআইপিতে বিনিয়োগ শুরু করেন তাহলে তিনি কী হতাশ হয়ে যাবেন। না একেবারে নয়। যদি ৩০ বছর বয়স থেকে আপনি মাসে ৩৫ হাজার টাকা করে বিনিয়োগ করতে পারেন তাহলে অবসর সময় আপনি পাবেন মোট সাড়ে ১১ কোটি টাকা। আপনার সুদের হার থাকবে ১২%।

 

এইচডিএফসি নিফটি ফিফটি ইনভেস্ট প্ল্যান, মতিলাল মিডকাপ ফান্ড এবং নিপন স্মল ক্যাপ ফান্ড। এই তিনটি জায়গা আপনার পক্ষে হতে পারে অতি আদর্শ। এখানে যদি আপনি নিজের টাকা বিনিয়োগ করেন তাহলে যদি আপনার বয়স ৩০ বছরের বেশি হয় তাবেও আপনি কোটিপতি হতে পারবেন। 

 

এই তিনটি ফান্ড যদি সঠিক ভাবে আপনি নিজের টাকা বিনিয়োগ করেন তাহলে নিজের অবসর নিয়ে কোনও চিন্তা করতে হবে না। যদিও আপনি অনেক বেশি বয়সে বিনিয়োগ করতে শুরু করবেন কিন্তু আপনার টাকা অতি সহজে বেড়ে উঠতে পারে। যদি আপনি একটু নিজের বিনিয়োগ প্রতি বিশ্বাস রাখতে পারেন তাহলে আপনার অবসর নিয়ে কোনও ভাবনা থাকবে না। শুধু দরকার একটু সময়।