আজকাল ওয়েবডেস্ক: এই প্রথম, সাধারণ সম্পাদকের পদে থাকা অবস্থায় প্রয়াত হয়েছেন কেউ। ফলত অন্তর্বর্তী সাধারণ সম্পাদক, সেক্ষেত্রে নির্বাচন কীভাবে এসব নিয়ে সিপিএমকে ভাবতে হয়নি আগে। ইয়েচুরির অবর্তমানে তাঁর দায়িত্ব, জায়গা কে সামলাবেন? অভিভাবক, বন্ধু হারিয়ে শোকের মাঝেই আলোচনায় বসতে হয়েছিল পলিটব্যুরো সদস্যদের। ঠিক ছিল, কেন্দ্রীয় কমিটির বৈঠকের পর জানানো হবে সিদ্ধান্ত। তার আগেই শুক্র এবং শনিবার সম্পন্ন হয়েছিল সিপিএম এর পলিটব্যুরোর বৈঠক।
সিদ্ধান্তর বিষয়ে দুটো মত উঠে আসছিল। এক, অন্তর্বর্তীকালীন সাধারণ সম্পাদক হবেন কেউ একজন, যাঁর অভিজ্ঞতা রয়েছে পার্টি কংগ্রেসের। পার্টি কংগ্রেস থেকে নতুন কেউ দায়িত্ব নেবেন। অন্যথায় নতুন কেউ এখনই দায়িত্ব নেবেন সাধারণ সম্পাদক হিসেবে। অন্তর্বর্তী সাধারণ সম্পাদক হিসেবে জল্পনা ছিল প্রকাশ এবং বৃন্দা দুজনের নাম নিয়েই।
তবে রবিবার সিপিএম কেন্দ্রীয় কমিটির বৈঠকের পর জানিয়ে দিল, সীতারামের আসন ফাঁকাই থাকছে এই মুহূর্তে। এখনই কাউকে সাধারণ সম্পাদকের জায়গায় বসানো হল না। আপাতত যাবতীয় দায়িত্ব সামলাবে পলিটব্যুরো। তবে কেন্দ্রীয় কমিটি এবং পলিটব্যুরোর বিশেষ দায়িত্বে থাকলেন একজন।
দলের কেন্দ্রীয় কমিটি এবং পলিটব্যুরোর কো অর্ডিনেটর হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে প্রকাশ কারাটকে। তিনি এখন সমন্বয়কের দায়িত্ব পালন করবেন। ২০২৫ এর এপ্রিলে মাদুরাইয়ে বসবে দলের ২৪ তম পার্টি কংগ্রেস। সেখানেই নতুন কেউ সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন।
