আজকাল ওয়েবডেস্ক: কানপুর টেস্টের তৃতীয় দিনে বল কি গড়াবে? শনিবার রাতেও কানপুরে বৃষ্টি হলেও রবিবার সকাল থেকে বৃষ্টি নেই কানপুরে। আম্পায়াররা সকাল দশটায় মাঠ পর্যবেক্ষণ করেন। পরবর্তী পর্যবেক্ষণ বেলা বারোটায়। তার অর্থ প্রথম সেশনের খেলা হওয়ার সম্ভাবনা নেই। আম্পায়াররা মিড অফ, কভার, গালি, প্রথম ও দ্বিতীয় স্লিপ ঘুরে ঘুরে পর্যবেক্ষণ করেন।
উইকেট ছাড়া মাঠের বাকি অংশের কাভার সরিয়ে ফেলা হয়েছে। মাঠ শুকানোর জন্য কাজ করছে সুপার সপারও। কিন্তু পরিস্থিতি এখন যা তাতে তৃতীয় দিনের খেলা শুরু হতে দেরি হবে। এই প্রতিবেদন লেখার সময় দু' দলের ক্রিকেটাররা মাঠে এসে উপস্থিত হননি। টেস্টের তৃতীয় দিন খেলা হলেও কতক্ষণ তা হবে, তা নিয়ে সন্দেহ রয়েছে।
কানপুর টেস্টের দ্বিতীয় দিনের খেলা পরিত্যক্ত বলে ঘোষণা করে দেন আম্পায়াররা। প্রথম দিন থেকেই বৃষ্টি লাল চোখ দেখাচ্ছে। প্রথম দিন ৩৫ ওভারের বেশি খেলা হয়নি। সেই সময়ে বাংলাদেশের রান ছিল ৩ উইকেটে ১০৭। সেই একই রান রয়েছে। ক্রিকেটপ্রেমীরা চাইছেন তৃতীয় দিন ব্যাট-বলের লড়াই শুরু হোক।
