আজকাল ওয়েবডেস্ক: গভীর রাতে ভয়াবহ পথ দুর্ঘটনা মধ্য প্রদেশে। নিয়ন্ত্রণ হারিয়ে একটি পাথর বোঝাই ট্রাকে সজোরে ধাক্কা মারে একটি যাত্রীবাহী বাস। দুর্ঘটনায় ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন ছয়জন। আহত হয়েছেন আরও ২০ জন। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, শনিবার রাত ১১টা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে মধ্য প্রদেশের মৈহার জেলায়। নদন পুলিশ স্টেশনের কাছেই ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয় বাসটির। পুলিশ জানিয়েছে, বাসটি প্রয়াগরাজ থেকে নাগপুরের দিকে যাচ্ছিল। ট্রাকটি রাস্তার একপাশে দাঁড়িয়েছিল। তাতে পাথর বোঝাই করা ছিল। আচমকা বাসের চালক নিয়ন্ত্রণ হারান। এরপর সোজা গিয়ে ট্রাকের মুখোমুখি সজোরে ধাক্কা মারে। দুমড়ে মুচড়ে যায় বাসের সামনের অংশ। 

 

স্থানীয়রাই প্রথমে ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধারকাজ শুরু করেন। তখনই খবর দেওয়া হয় পুলিশে। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পুলিশ পৌঁছয়। দ্রুত উদ্ধারকাজ চালিয়ে বাস থেকে সমস্ত যাত্রীদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ছয়জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। 

 

পুলিশ জানিয়েছে, আহত ২০ জনের মধ্যে ছয়জনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। তাঁদের সাতনায় একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। বাকিরা মৈহারেই চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনায় মামলা রুজু করে তদন্ত জারি রেখেছে পুলিশ। বাসের চালক কীভাবে নিয়ন্ত্রণ হারালেন, তাও খতিয়ে দেখা হচ্ছে।