আজকাল ওয়েবডেস্ক: তামিলনাড়ুর মন্ত্রিসভায় বড়সড় রদবদল। এবার উপমুখ্যমন্ত্রী হলেন এমকে স্ট্যালিন-পুত্র উদয়নিধি স্ট্যালিন। এর আগে ক্রীড়ামন্ত্রী ছিলেন উদয়নিধি। জুলাই মাসেই ইঙ্গিত পাওয়া গিয়েছিল, এবার উপমুখ্যমন্ত্রীর পদে নিযুক্ত হবেন উদয়নিধি। শনিবার মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন ঘোষণা করেন, পুত্র উদয়নিধি স্ট্যালিন এবার তামিলনাড়ুর উপমুখ্যমন্ত্রী হচ্ছেন। আগামিকাল, রবিবার চেন্নাইয়ে রাজভবনে তিনি শপথ গ্রহণ করবেন।
প্রসঙ্গত, স্ট্যালিন পরিবারের তিন প্রজন্ম তামিলনাড়ুর রাজনীতির ময়দানে একটানা দাপট দেখাচ্ছে। করুণানিধি স্ট্যালিন তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন। এরপর পুত্র এমকে স্ট্যালিন রাজ্যের মুখ্যমন্ত্রী হন। এবার পরবর্তী প্রজন্ম এল গুরুত্বপূর্ণ দায়িত্বে। ডিএমকে সরকারে শাসনকালে উদয়নিধি হলেন উপমুখ্যমন্ত্রী।
পাশাপাশি তামিলনাড়ুর প্রাক্তন পরিবহন মন্ত্রী সেন্থিল বালাজিকে পুনরায় মন্ত্রিসভায় যুক্ত করা হয়েছে। আর্থিক দুর্নীতিতে দীর্ঘ কয়েক মাস তিনি জেলবন্দি ছিলেন। সম্প্রতি জেল থেকে ছাড়া পেয়েছেন বালাজি। এরপরই ডিএমকে সরকারের মন্ত্রিসভায় ঠাঁই পেলেন। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, ২০২৬ সালে বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিলেন এমকে স্ট্যালিন। মন্ত্রিসভার রদবদল সেই কারণেই। পুত্র উদয়নিধিকে গুরুদায়িত্ব দিয়ে নির্বাচনের জোরদার প্রস্তুতি শুরু করবেন তিনি।
