আজকাল ওয়েবডেস্ক: ফের এয়ার ইন্ডিয়ার খাবারে বিপত্তি। এক যাত্রী খাবারে আরশোলার অভিযোগ করল। একটি অমলেটে আরশোলা ছিল বলেই অভিযোগ করেছেন তিনি। দিল্লি থেকে নিউইয়র্কের দিকে যাচ্ছিল বিমানটি। অভিযোগের ভিত্তিতে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।
যে ক্যাটারার সংস্থা বিমানে খাবার পরিবেশনের দায়িত্বে রয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে খবরটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই রীতিমতো চাঞ্চল্য তৈরি হয়। মহিলা অভিযোগ করেছেন তার দুবছরের শিশু অমলেটটি খানিকটা খেয়ে নেওয়ার পর আরশোলা দেখা যায়।
এরপরই তার বমি হতে শুরু করে। যে ব্যক্তি খাবার দিয়েছিল তার ছবিও ভিডিও করে রেখেছেন ওই মহিলা। বিষয়টি নিয়ে যথেষ্ট চাপে পড়ে গিয়েছে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। তারা জানিয়েছে সঠিক তদন্ত চলছে। দোষীরা উপযুক্ত শাস্তি পাবে।
