শনিবার ২৮ সেপ্টেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

কলকাতা | Exclusive: 'এতটা অভিমানী হতাম না যদি....' সাসপেন্ড হওয়ার পর কী বললেন প্রান্তিক?

Kaushik Roy | ২৭ সেপ্টেম্বর ২০২৪ ২৩ : ৪০Kaushik Roy


আজকাল ওয়েবডেস্ক: স্বল্প দৈর্ঘ্যের ছবি। শুক্রবারের সারা দিনভর সমাজমাধ্যম একপ্রকার উত্তাল হয়েছিল ওই স্বল্প দৈর্ঘ্যের ছবির পোস্টার নিয়ে। শুক্রবার রাতে চর্চা বাড়ল দ্বিগুণ হারে। ওই স্বল্প দৈর্ঘ্যের ছবির কারণেই দলের দুটি গুরুত্বপূর্ণ পদ হারাতে হল দু'জনকে। তৃণমূল ছাত্র পরিষদের রাজ্যের সহ-সভাপতি প্রান্তিক চক্রবর্তী এবং তৃণমূলের যাদবপুর-ডায়মন্ড হারবারের সাংগঠনিক জেলার সহ সভানেত্রী রাজন্যা হালদারকে সাসপেন্ড করল তৃণমূল ছাত্র পরিষদ।

 

 

সমাজমাধ্যমের যে পোস্ট নিয়ে তুঙ্গে চর্চা, আদতে কী ছিল তাতে? পোস্টারে উল্লিখিত, দিনকাল মিডিয়া প্রযোজিত একটি ছবির নাম। নাম 'আগমনী তিলোত্তমাদের গল্প'। উপরে লেখা 'আরজি কর ঘটনার পটভূমিতে'। পোস্টারে বড় করে রাজন্যার ছবি। অভিনয়ে, কাহিনি চিত্রনাট্য, গানে রয়েছেন তিনি। পরিচালক প্রান্তিক। তিনিও রয়েছেন একগুচ্ছ ভূমিকায়। নানা মহল থেকে চর্চা শুরু হয়, আরজি কর আবহে এই ধরনের এক অতি স্পর্শকাতর বিষয় নিয়ে কী করে এই ছবি? প্রশ্ন আরও তীব্র হয় মূল দুজনেই শাসক দলের ছাত্র সংগঠনের পরিচিত মুখ হওয়ায়। শুক্রবার সন্ধেয় কুণাল ঘোষও একটি পোস্ট করেন ঘটনা প্রসঙ্গে। তার পরেই সামনে আসে দু' জনের সাসপেনশন নোটিশ। 

 

 

 

গোটা ঘটনায় কী বলছেন তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য? তাঁর বক্তব্য, 'আমরা সবাই তিলোত্তমার ঘটনার ন্যায় বিচার চাই। এই স্পর্শকাতর বিষয়কে প্রচারে ব্যবহার করার বিরোধী আমরা। বিষয়টি তদন্তের অধীনে। এই বিষয়ে কোনও কিছু না করলেই ভাল হত।' একই সঙ্গে তিনি মনে করাচ্ছেন দলে পদাধিকারীদের দায়িত্ববোধের কথা। তাঁর বক্তব্য, 'আমরা যাঁরা দলীয় পদাধিকারী, আমাদের দায়বদ্ধতা অনেক বেশি। অনেকেই প্রচার করার চেষ্টা করছিল এটা দলের। আমরা স্পষ্ট করছি, এর সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই।' দলের সিদ্ধান্ত জানানোর সঙ্গেই তৃণাঙ্কুর জানান, এই ছবির বিষয়ে দল কোনও অনুমোদন দেয়নি।

 

 

একাধিকবার যোগাযোগের চেষ্টা হলেও, প্রাথমিক প্রতিক্রিয়া জানা যায়নি রাজন্যার। তবে, সাসপেন্ড নেতা, ছবির পরিচালক প্রান্তিক চক্রবর্তী কী বলছেন? প্রান্তিকের সাফ বক্তব্য, 'এতে দলের কোনও ভূমিকা থাকার কথ নয়। আমরা দু' জনেই রাজনীতির সঙ্গে যুক্ত হওয়ার পাশাপশি শিল্পের সঙ্গেও যুক্ত।' দলের এই সিদ্ধান্ত নিয়ে কী বলছেন তিনি? প্রাথমিক প্রতিক্রিয়ায় প্রান্তিক বলছেন, 'আমাদের পদ থেকে সাসপেন্ড করা হয়েছে। দলের সঙ্গেই আছি। আমাদের ওই পোস্টার খুব ভাইরাল হওয়ার পরেই দল এই সিদ্ধান্ত নেয়। আমি দলের সিদ্ধান্তকে সম্মান করি।' 

 

যে ছবি নিয়ে এত চর্চা, সেই ছবির বিষয় প্রসঙ্গে কী বক্তব্য? প্রান্তিক বলছেন, 'ছবিতে কোনওভাবেই রাজনীতির রং নেই। একজন শিল্পী হিসেবে এই ঘটনা আমাকে নাড়া দেয়, আমি মনে করি আরজি কর নয়, কর্মস্থল, প্রতিদিনের জীবনে এই ঘটনা ঘটে। সেই জায়গা থেকেই প্রতিবাদের কথা তুলে ধরা হয়েছে। বলা হয়েছে প্রতি নির্যাতিতাকে প্রতিবাদ-প্রতিরোধ করা উচিত। সরকার পক্ষকে দোষারোপ করে লাভ নেই। এই ছবি আদতে আশার-প্রতিরোধের গল্প নিয়ে তৈরি।' 

 

ছবি এখনও প্রকাশ পায়নি। কেবল পোস্টারেই ব্যাপক বিতর্ক, এবং দলীয় পদ থেকে সাসপেন্ড। তবে কি অপেক্ষা করা উচিত ছিল গল্প জানতে? প্রান্তিকের বক্তব্য, 'ছবিটি দেখার পর যদি কারও মনে হত কাউকে আঘাত করা হয়েছে, কিংবা কোনও পলিটিক্যাল ক্রাইসিস তৈরির সম্ভাবনা আছে, তাহলে সিদ্ধান্তটার প্রতি এতটা অভিমানী হতাম না। আমি চেয়েছিলাম ছবিটা আসুক, সবাই দেখুক। সিদ্ধান্ত তারপর আরও বেশি শিরোধার্য হত।'


#Kolkata News#TMC#Local News



বিশেষ খবর

নানান খবর

শীঘ্রই আসছে...

নানান খবর

স্পর্শকাতর বিষয়কে প্রচারে ব্যবহারের চেষ্টা, তৃণমূল ছাত্র পরিষদের গুরুত্বপূর্ণ পদ থেকে সাসপেন্ড রাজন্যা-প্রান্তিক...

এবার পুজোয় আসল ‘অসুর’, তুলকালাম বৃষ্টিতে মাটি হয়ে যাবে ঠাকুর দেখা...

চার দিনের বিরতি মাত্র, মহালয়া থেকে ফের ভারী দুর্যোগের শঙ্কা, তালিকায় আপনার জেলা আছে কিনা জানুন ...

আরজি করের ঘটনার আবহের মধ্যেই টালা থানায় নতুন ওসি, বিজ্ঞপ্তি জারি করল কলকাতা পুলিশ...

দ্রুত চালু করতে হবে রাত্তিরের সাথী অ্যাপ, না জানিয়ে পড়ুয়াদের সাসপেন্ড করার জন্য জেএনএম হাসপাতালের কর্তৃপক্ষের বিরুদ্ধ...

তিনদিনের ন্যাশনাল মিডিয়া কনক্লেভের সূচনা হল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটিতে...

সাত বছরের শিশুকে ধর্ষণ করে খুন, বিরলতম ঘটনায় মৃত্যুদণ্ড দিল আদালত...

তুমুল বৃষ্টিতে জলমগ্ন কলকাতা, কোন কোন রাস্তা যানজটের জন্য এড়িয়ে যাবেন? ...

ধর্ষকদের যাঁরা মালা পরিয়েছেন, তাঁদের আন্দোলনকে ব্যবহার করতে দেব না, বিজেপিকে সাফ বার্তা জুনিয়র চিকিৎসকদের...

সকাল থেকে বৃষ্টিতে ভিজছে শহর, দিনভর কেমন থাকবে আবহাওয়া...

মহিলা সহকর্মীর বাথরুমে লুকিয়ে ভিডিও করল তারই সহকর্মী, গ্রেপ্তার ১...

অফিস ফেরত যাত্রীরা পড়লেন দুর্ভোগে, ফের মেট্রোয় যান্ত্রিক ত্রুটি...

পুজোয় আমার তোমার ছুটি, পুলিশের নয়, বিজ্ঞপ্তি জারি নবান্নর ...

পুজো স্পেশাল ট্রেনের ঘোষণা রেলের, কবে থেকে মিলবে টিকিট?...

হাজরা পার্ক দুর্গোৎসবের এবারে ৮২ তম বছরের থিম ‘‌শুদ্ধি’‌ ...

শহরে আরও কমছে ঐতিহ্যবাহী ট্রামের সংখ্যা, কেবল চলবে ধর্মতলা থেকেই...

পুজোয় কীভাবে ঘুরবেন? স্থল-জলপথ নিয়ে বড় উদ্যোগ পরিবহণ দপ্তরের...

হস্টেলে নাবালিকাদের যৌন হেনস্থা, অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করল পুলিশ...

কলকাতায় তৈরি হচ্ছে সেমিকন্ডাক্টর প্ল্যান্ট, বিশেষ পোস্টে মোদি-বাইডেনকে ধন্যবাদ জানালেন মমতা...





রবিবার অনলাইন

সোশ্যাল মিডিয়া



09 24