শুক্রবার ২২ নভেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

কলকাতা | Exclusive: 'এতটা অভিমানী হতাম না যদি....' সাসপেন্ড হওয়ার পর কী বললেন প্রান্তিক?

Kaushik Roy | ২৭ সেপ্টেম্বর ২০২৪ ২৩ : ৪০Kaushik Roy


আজকাল ওয়েবডেস্ক: স্বল্প দৈর্ঘ্যের ছবি। শুক্রবারের সারা দিনভর সমাজমাধ্যম একপ্রকার উত্তাল হয়েছিল ওই স্বল্প দৈর্ঘ্যের ছবির পোস্টার নিয়ে। শুক্রবার রাতে চর্চা বাড়ল দ্বিগুণ হারে। ওই স্বল্প দৈর্ঘ্যের ছবির কারণেই দলের দুটি গুরুত্বপূর্ণ পদ হারাতে হল দু'জনকে। তৃণমূল ছাত্র পরিষদের রাজ্যের সহ-সভাপতি প্রান্তিক চক্রবর্তী এবং তৃণমূলের যাদবপুর-ডায়মন্ড হারবারের সাংগঠনিক জেলার সহ সভানেত্রী রাজন্যা হালদারকে সাসপেন্ড করল তৃণমূল ছাত্র পরিষদ।

 

 

সমাজমাধ্যমের যে পোস্ট নিয়ে তুঙ্গে চর্চা, আদতে কী ছিল তাতে? পোস্টারে উল্লিখিত, দিনকাল মিডিয়া প্রযোজিত একটি ছবির নাম। নাম 'আগমনী তিলোত্তমাদের গল্প'। উপরে লেখা 'আরজি কর ঘটনার পটভূমিতে'। পোস্টারে বড় করে রাজন্যার ছবি। অভিনয়ে, কাহিনি চিত্রনাট্য, গানে রয়েছেন তিনি। পরিচালক প্রান্তিক। তিনিও রয়েছেন একগুচ্ছ ভূমিকায়। নানা মহল থেকে চর্চা শুরু হয়, আরজি কর আবহে এই ধরনের এক অতি স্পর্শকাতর বিষয় নিয়ে কী করে এই ছবি? প্রশ্ন আরও তীব্র হয় মূল দুজনেই শাসক দলের ছাত্র সংগঠনের পরিচিত মুখ হওয়ায়। শুক্রবার সন্ধেয় কুণাল ঘোষও একটি পোস্ট করেন ঘটনা প্রসঙ্গে। তার পরেই সামনে আসে দু' জনের সাসপেনশন নোটিশ। 

 

 

 

গোটা ঘটনায় কী বলছেন তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য? তাঁর বক্তব্য, 'আমরা সবাই তিলোত্তমার ঘটনার ন্যায় বিচার চাই। এই স্পর্শকাতর বিষয়কে প্রচারে ব্যবহার করার বিরোধী আমরা। বিষয়টি তদন্তের অধীনে। এই বিষয়ে কোনও কিছু না করলেই ভাল হত।' একই সঙ্গে তিনি মনে করাচ্ছেন দলে পদাধিকারীদের দায়িত্ববোধের কথা। তাঁর বক্তব্য, 'আমরা যাঁরা দলীয় পদাধিকারী, আমাদের দায়বদ্ধতা অনেক বেশি। অনেকেই প্রচার করার চেষ্টা করছিল এটা দলের। আমরা স্পষ্ট করছি, এর সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই।' দলের সিদ্ধান্ত জানানোর সঙ্গেই তৃণাঙ্কুর জানান, এই ছবির বিষয়ে দল কোনও অনুমোদন দেয়নি।

 

 

একাধিকবার যোগাযোগের চেষ্টা হলেও, প্রাথমিক প্রতিক্রিয়া জানা যায়নি রাজন্যার। তবে, সাসপেন্ড নেতা, ছবির পরিচালক প্রান্তিক চক্রবর্তী কী বলছেন? প্রান্তিকের সাফ বক্তব্য, 'এতে দলের কোনও ভূমিকা থাকার কথ নয়। আমরা দু' জনেই রাজনীতির সঙ্গে যুক্ত হওয়ার পাশাপশি শিল্পের সঙ্গেও যুক্ত।' দলের এই সিদ্ধান্ত নিয়ে কী বলছেন তিনি? প্রাথমিক প্রতিক্রিয়ায় প্রান্তিক বলছেন, 'আমাদের পদ থেকে সাসপেন্ড করা হয়েছে। দলের সঙ্গেই আছি। আমাদের ওই পোস্টার খুব ভাইরাল হওয়ার পরেই দল এই সিদ্ধান্ত নেয়। আমি দলের সিদ্ধান্তকে সম্মান করি।' 

 

যে ছবি নিয়ে এত চর্চা, সেই ছবির বিষয় প্রসঙ্গে কী বক্তব্য? প্রান্তিক বলছেন, 'ছবিতে কোনওভাবেই রাজনীতির রং নেই। একজন শিল্পী হিসেবে এই ঘটনা আমাকে নাড়া দেয়, আমি মনে করি আরজি কর নয়, কর্মস্থল, প্রতিদিনের জীবনে এই ঘটনা ঘটে। সেই জায়গা থেকেই প্রতিবাদের কথা তুলে ধরা হয়েছে। বলা হয়েছে প্রতি নির্যাতিতাকে প্রতিবাদ-প্রতিরোধ করা উচিত। সরকার পক্ষকে দোষারোপ করে লাভ নেই। এই ছবি আদতে আশার-প্রতিরোধের গল্প নিয়ে তৈরি।' 

 

ছবি এখনও প্রকাশ পায়নি। কেবল পোস্টারেই ব্যাপক বিতর্ক, এবং দলীয় পদ থেকে সাসপেন্ড। তবে কি অপেক্ষা করা উচিত ছিল গল্প জানতে? প্রান্তিকের বক্তব্য, 'ছবিটি দেখার পর যদি কারও মনে হত কাউকে আঘাত করা হয়েছে, কিংবা কোনও পলিটিক্যাল ক্রাইসিস তৈরির সম্ভাবনা আছে, তাহলে সিদ্ধান্তটার প্রতি এতটা অভিমানী হতাম না। আমি চেয়েছিলাম ছবিটা আসুক, সবাই দেখুক। সিদ্ধান্ত তারপর আরও বেশি শিরোধার্য হত।'


#Kolkata News#TMC#Local News



বিশেষ খবর

নানান খবর

নানান খবর

ফের অগ্নিকাণ্ড শহরে, ভর সন্ধেয় কালো ধোঁয়ায় ঢাকল ভবানীপুর, পুড়ে ছাই ঘর...

লক্ষ্মীর ভান্ডার নিয়ে বিশাল ঘোষণা মুখ্যমন্ত্রীর, এ বার আরও লক্ষ-লক্ষ মহিলা হবেন উপকৃত ...

'সিআইএসএফ আর পুলিশের একাংশ টাকা খেয়ে কয়লাচুরি, বালিচুরিতে মদত দিচ্ছে', ব্যবস্থা নিতে বলে কড়া মমতা...

এল চরম দুঃসংবাদ, জেলের মধ্যেই চোখের জলে ভেঙে পড়লেন অর্পিতা, পেলেন প্যারোল...

ভিক্টোরিয়াতে জঙ্গি হামলা, অপহৃত ভিআইপি, সেনা অভিযানে জঙ্গিমুক্ত? আসল কাণ্ড দেখলে চমকে যাবেন...

ইডির মামলায় মিলল জামিন, জেলমুক্তি ঘটবে নিয়োগ দুর্নীতিতে ধৃত কুন্তলের?‌...

শহরে কতটা কমল পেট্রোলের দাম, ডিজেলের দামেই বা কতটা পরিবর্তন? ...

মঞ্চে প্রায় ৫০০ পড়ুয়া, স্কুলের জন্মদিনের অনুষ্ঠানে তাক লাগাল তারা...

দূষণে জেরবার কলকাতাও, কোথাকার বাতাসে বিষ সর্বোচ্চ? সতর্ক থাকতে জানুন বিস্তারিত...

বাসের বিবাদ গড়াল ভাঙচুরে, খাস কলকাতায় ভাঙা হল পুলিশের কিয়স্ক...

বিরল রোগে আক্রান্ত, এক মাস কোমায় পাঁচ বছরের শিশু, প্রাণ ফেরাল এই হাসপাতাল...

বিশ্বের সবচেয়ে অদ্ভুত পানীয়! পাওয়া যায় শুধুমাত্র কলকাতাতেই, কোথায় যেতে হবে খেতে হলে? ...

এপিজে সাহিত্য উৎসবের এক দশক, তিনদিন ধরে মনোজ্ঞ আলোচনা শহরে...

রাতের শহরে বেপরোয়া গাড়ি, গার্ড রেল পড়ে গিয়ে জখম কর্তব্যরত পুলিশ ...

ফুটপাতে মধ্যরাতে হাজির সাক্ষাৎ যম! কলকাতার রাস্তার সিসিটিভি ফুটেজে ভয়ানক খুনের দৃশ্য...

পাঁচ মাসের মাথায় ফিরল আতঙ্ক, ফের অ্যাক্রোপলিস মলে অগ্নিকাণ্ড ...

ফের অগ্নিকাণ্ড শহরে, সল্টলেকে পুড়ে ছাই একাধিক দোকান...



সোশ্যাল মিডিয়া



09 24