আজকাল ওয়েবডেস্ক: স্কুলের গাড়িচালক যৌন হেনস্থা করেছে এই অভিযোগে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা এক ছাত্রীর। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের ফতেহপুর জেলায়। আরও অভিযোগ, কলেজের অধ্যক্ষও তাঁকে মারধর করেন।
ঘটনার সূত্রপাত, দিন কয়েক আগে। ওই ছাত্রী ১২ শ্রেণীর ছাত্রী বলে জানা গিয়েছে। তিনি ফতেহপুর এর একটি কলেজে পড়েন। সেখানে তিনি ক্লাস চলাকালীন কিছু জিনিস কিনতে বেরিয়েছিলেন ক্যাম্পাস থেকে। ওই কলেজেরই বাস চালায় অভিযুক্ত চালক। সে দেখতে পেয়ে মেয়েটিকে আটকায়। বাঁধে বচসা। এরপর চালক অধ্যক্ষকে জানায়, মেয়েটিকে নিয়ে যায় অধ্যক্ষের কাছে। অধ্যক্ষ মেয়েটিকে কান ধরে রোদে দাঁড় করিয়ে রাখেন এবং বকাবকি করেন ক্যাম্পাস ছেড়ে বেরোনোর জন্য। এমনকী গায়েও হাত তোলেন বলে অভিযোগ।
নিগৃহীতার বাবা জানান, এরপর মেয়ে বাড়ি এসে কান্নাকাটি করতে থাকায় তিনি অধ্যক্ষের সঙ্গে দেখা করে বিষয়টি নিয়ে মেয়েকে বকাবকি না করতে অনুরোধ করেন। এর আগে মেয়েটি ক্যাম্পাসের বাইরে বাস দাঁড় করানো ছিল বলে চালককে ডেকে বাস সরাতে বললে তখন চালক তাঁর শ্লীলতাহানি করে বলে অভিযোগ।
বর্তমানে মেয়ে হাসপাতালে ভর্তি আছে। সারা শরীরে গুরুতর আঘাত রয়েছে। পরপর এই হেনস্থা সহ্য করতে না পেরে এইভাবে ছাদ থেকে লাফ মেরে আত্মহত্যা করতে গিয়েছিল বলেই জানিয়েছে নির্যাতিতার পরিবার।
অতিরিক্ত পুলিশ কমিশনার (ফতেহপুর) বিজয় শঙ্কর মিশ্র জানিয়েছেন, অভিযোগের ভিত্তিতে বাস চালক এবং অধ্যক্ষের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
