আজকাল ওয়েবডেস্ক: ত্রিশূর এলাকায় বড়সড় এটিএম ডাকাতি। পাঁচজন ডাকাতের দল গিয়ে এই ডাকাতি করে বলে খবর। তিনটি এটিএম থেকে মোট ৬৫ লক্ষ টাকা নিয়ে পালিয়ে যায় ডাকাতের দলটি। রাত আড়াইটে নাগাদ এই ঘটনাটি ঘটে। গ্যাস কাটার দিয়ে এটিএম ভেঙে ফেলে ডাকাতদলটি।

 

ব্যাঙ্কে খবর গেলে তারা পুলিশে দ্রুত জানায়। যাতে পুলিশ তাদের ধরতে না পারে সেজন্য ডাকাতের দলটি সামনের সবকটি সিসিটিভিতে রংয়ের স্প্রে ছড়িয়ে দেয়। ফলে ডাকাতদলকে চিহ্নিত করতে পারেনি পুলিশ। তবে সামনের একটি হোটেলের সিসিটিভি থেকে ডাকাতদের ছবি হাতে পেয়েছে পুলিশ।

 

ঘটনাস্থলে আসে ফরেন্সিক দল। কাজে নামানো হয় পুলিশ কুকুরকেও। ডাকাতদলের খোঁজে চলছে তল্লাশি অভিযান। তবে এই ঘটনার জেরে এই এলাকায় যথেষ্ট আতঙ্ক তৈরি হয়েছে।