আজকাল ওয়েবডেস্ক : ফিক্সড ডিপোজিট প্রতিটি ব্যক্তির আস্থার জায়গা। ব্যাঙ্কে বিভিন্ন ধরণের স্কিম থাকে। সেইমত গ্রাহকরা সেখানে নিজেদের ফিক্সড ডিপোজিটে টাকা রাখেন। প্রতিটি ব্যাঙ্কেই ফিক্সড ডিপোজিটে আলাদা আলাদা স্কিম থাকে। প্রতিটি ক্ষেত্রে সুদের হারের তারতম্য থাকে। সেপ্টেম্বর মাসে ৫ টি ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটের হার দেওয়া হল দেখে নিন কী পরিবর্তন হয়েছে।

 

ব্যাঙ্ক অফ বারোদা

সাধারণ নাগরিকদের জন্য সুদের হার রয়েছে ৪.২৫ থেকে শুরু করে ৭.৩০ শতাংশ। সিনিয়র সিটিজেনরা পাবেন ৪.৭৫ থেকে শুরু করে ৭.৮০ শতাংশ। ৫ সেপ্টেম্বর থেকে চালু হবে এই সুদের হার।

 

অ্যাক্সিস ব্যাঙ্ক

সাধারণ নাগরিকদের জন্য সুদের হার রয়েছে ৩ থেকে শুরু করে ৭.২৫ শতাংশ। সিনিয়র সিটিজেনরা পাবেন ৩.৫ থেকে ৭.৭৫ শতাংশ। ১০ সেপ্টেম্বর থেকে চালু হবে এই সুদের হার।

 

ইন্ডাসইন্ড ব্যাঙ্ক

সাধারণ নাগরিকদের জন্য সুদের হার রয়েছে ৩.৫ থেকে শুরু করে ৭.৯৯ শতাংশ। সিনিয়র সিটিজেনরা পাবেন ৪ থেকে ৮.২৫ শতাংশ। ১১ সেপ্টেম্বর থেকে চালু হবে এই সুদের হার।

 

ফেডেরাল ব্যাঙ্ক

সাধারণ নাগরিকদের জন্য সুদের হার রয়েছে ৩ থেকে শুরু করে ৭.৪০ শতাংশ। সিনিয়র সিটিজেনরা পাবেন ৩.৫ থেকে শুরু করে ৭.৯০ শতাংশ। ১৬ সেপ্টেম্বর থেকে চালু হবে এই সুদের হার।

 

কর্নাটকা ব্যাঙ্ক

সাধারণ নাগরিকদের জন্য সুদের হার রয়েছে ৩.৫ থেকে শুরু করে ৭.৫০ শতাংশ। সিনিয়র সিটিজেনরা পাবেন আরও ০.২৫ শতাংশ বেশি।