চলতি সপ্তাহের নম্বররের অনেকটা ফারাক চোখে পড়েছে। প্রত্যেক ধারাবাহিকই গতবারের তুলনায় কম নম্বর পেয়েছে। সম্ভবত বিশ্বকাপ ২০২৩ এর নেপথ্য কারণ। তবে গত কয়েক সপ্তাহ ধরেই রেটিং চার্টে পিছিয়ে ‘অনুরাগের ছোঁয়া’। ধারাবাহিকের গতি বাড়াতে ছোটপর্দায় ফের ফিরেছেন অর্জুন চক্রবর্তী। ধারাবাহিকে তিনি দীপার স্কুলের বন্ধু। টেলিপাড়া ভেবেছিল, এতেই রেটিং চার্টে বড় বদল দেখা যাবে। কিন্তু টিআরপি বলছে, চলতি সপ্তাহে প্রথম পাঁচ থেকে ছিটকে গিয়েছে সূর্য-দীপার গল্প। ৫.৮ পেয়ে ষষ্ঠ স্থানে ধারাবাহিক।
৫.৫ পয়েন্ট পেয়ে সপ্তম স্থানে ‘রাঙা বৌ’। ৫.৪ পয়েন্ট পেয়ে অষ্টম ‘তুঁতে’। নবমে ‘লাভ বিয়ে আজকাল’। সে পেয়েছে ৫.৩ পয়েন্ট। খবর, ধারাবাহিকের নায়িকা মৌমিতা সরকার বদলে যাচ্ছেন। তাঁর জায়গায় আসছেন তৃণা সাহা। গত কয়েক সপ্তাহ ধরে মাটি কামড়ে পড়ে ‘ইচ্ছে পুতুল’। ৫.২ পেয়ে চলতি সপ্তাহে দশম স্থান তার দখলে।
