আজকাল ওয়েবডেস্ক: ফের বিস্ফোরক ভিনেশ ফোগাত। এবার তাঁর তির বেশ কয়েকজন অ্যাথলিটের দিকে।
এক সাক্ষাৎকারে ভিনেশ আইওএ-র অসহযোগিতার কথা বলেছেন। প্রয়োজনের সময়ে তিনি পূর্ণ সহযোগিতা পাননি আইওএ-র কাছ থেকে, অকপটে জানিয়েছেন কুস্তিগির। তার উপরে যে অভিযোগ এনেছেন তা রীতিমতো চমকে দেওয়ারই মতো।
ভিনেশের অভিযোগ, ''হাসাপাতালের বেডে শুয়ে রয়েছি আমি। আমাকে না জানিয়েই ছবি তুলে নিল কয়েকজন অ্যাথলিট। তার উপরে আমার অনুমতি না নিয়েই অনলাইনে তা আপলোড করে লেখা হল, আমি ভাল আছি। সব ঠিকঠাক রয়েছে। বাস্তবে তখন কিছুই ঠিক ছিল না।''
একই দিনে তিন কুস্তিগিরকে হারিয়ে ভিনেশ পৌঁছে গিয়েছিলেন ফাইনালে। সোনা জেতার হাতছানি ছিল। কিন্তু ফাইনালের দিন সকালে জানা যায় ভিনেশের ওজন বেশি। তাঁকে বাতিল করা হয়। ভিনেশ বলছেন, ''পদক জিতলে সবাই ছবি তোলে, বাহবা দেয়। কিন্তু ফাইনালে পৌঁছনোর আগে আমাকে কেউ ফোনও করেনি, আমার সঙ্গে যোগাযোগও করেনি। পরে আমাকে জানানো হয় আমার পাশে রয়েছেন ওরা। যদি সত্যিই আমার পাশে থাকতেন, তাহলে আমাকে নীরবে নিভৃতে ওরা জানাতেই পারতেন, আমরা তোমার সঙ্গে রয়েছি। সেটা আমার কাছে বড় পাওনা ছিল।''
প্যারিস অলিম্পিক শেষ হয়ে গেলেও ভিনেশকে নিয়ে বিতর্ক কমছে না।
