আজকাল ওয়েবডেস্ক : জীবনের অন্যতম সঙ্গী আধার কার্ড। সরকারি হোক বা বেসরকারি, যেকোনো কাজের ক্ষেত্রে আধার কার্ড লাগবেই। একে ছাড়া কোনও কাজই এখন করা সম্ভব নয়। তবে জানেন কী যদি আপনি নিজের আধার কার্ডের নম্বর ভুলে যান তবে কীভাবে নিজের আধার কার্ড ডাউনলোড করবেন। রয়েছে কয়েকটি সাধারণ স্টেপ। তাহলেই নিজের আধার কার্ড অতি সহজে ডাউনলোড করতে পারবেন। 

 

যদি হটাৎ করে আধার কার্ড হারিয়ে যায় বা চুরি হয়ে যায় তাহলে চিন্তা করবেন না। আধার ডাউনলোড করার নিয়ম দেখে নিন। 

 

প্রথমে আধার ওয়েবসাইট যান। সেখানে গিয়ে নিজের নাম, জন্মের তারিখ দিয়ে ক্যাপচা কোড দিয়ে দিন। এরপর ওটিপি বাটন ক্লিক করুন। এরপর আপনার মোবাইল ফোনে একটি ওটিপি যাবে। সেটি সাবমিট করুন। 

 

এরপর আপনি আপনার আধার কার্ডের সমস্ত তথ্য পেয়ে যাবেন। অতি সহজে নিজের আধার কার্ড ডাউনলোড করতে পারবেন। যদি আধার কার্ডে নিজের মোবাইল নম্বর লিঙ্ক না করা থাকে তবে চিন্তা করবেন না। কাছের আধার সেন্টার গিয়ে সেখানে মাত্র ২৫ টাকা খরচ করলেই নিজের আধার কার্ড ডাউনলোড করতে পারবেন।