আজকাল ওয়েবডেস্ক : ফের নারীশক্তির উত্থান। স্কোয়ার্ডন লিডার মোহনা সিং হলেন ভারতের প্রথম মহিলা বিমান চালক যিনি এলসিএ তেজস চালাবেন। এই ঘটনা ফের একবার প্রমাণ করল দেশের নিরাপত্তার দিকে ভারতীয় নারীদের অবদান কতটা। ভারতীয় সেনাবাহিনীতে তাঁর উত্থান এখন সকলের মুখে মুখে।

 

যোধপুরে তরঙ্গ শক্তির একটি প্রদর্শনীতে তিনি তেজস চালিয়ে সকলকে তাক লাগিয়ে দেন। এরপরই উৎসাহে ফেটে পড়েন সকলে। স্কোয়ার্ডন লিডার মোহনা সিং প্রথম তিন মহিলা বিমান চালকের মধ্যে ছিলেন যিনি ভারতীয় সেনাবাহিনীর অংশ হন। তার সঙ্গী অন্য দুই বিমান চালকও বর্তমানে ভারতীয় বিমান বাহিনীর বিশেষ অংশ।

 

এদিন ভারতীয় এয়ার ফোর্সের ভাইস চিফ ওয়ার মার্শাল অমরপ্রীত সিং নিজে মোহনা সিংয়ের সঙ্গে একই বিমানে আকাশে ওড়েন। ভারতীয় বায়ুসেনা যে আগামীদিনে নারীশক্তির ক্ষেত্রে কোনও অংশে পিছিয়ে নেই তার প্রমাণ দেখা গেল এই মহড়ায়।

 

এদিন ভারতের সঙ্গে বিমান মহড়ায় সামিল ছিল মার্কিন যুক্তরাষ্ট্র, গ্রীস, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া এবং আরও বেশ কয়েকটি দেশ। ভারতের যোধপুর এয়ার বেসে এই মহড়া চলে। বর্তমানে ভারতীয় বিমান বাহিনীতে মোট ২০ জন মহিলা বিমান চালক রয়েছেন। এরা সকলেই আকাশের বুকে রাজত্ব করছেন।