আজকাল ওয়েবডেস্ক: চেন্নাইয়ে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে বিপাকে ভারত। প্রথম দিনের চা-পানের বিরতিতে ৬ উইকেট হারিয়ে ভারতের রান ১৭৬। দুই সেশনে তিনটে করে উইকেট হারায় টিম ইন্ডিয়া। উইকেটে রয়েছেন রবীন্দ্র জাদেজা (৭) এবং রবিচন্দ্রন আশ্বিন (২১)। হাসান মাহমুদের বোলিংয়েই ধরাশায়ী ভারতীয় দল। চার উইকেট তুলে নেন বাংলাদেশের পেসার। প্রথম সেশনে তিন, দ্বিতীয়তে এক। তারমধ্যে রয়েছেন রোহিত শর্মা, বিরাট কোহলি, শুভমন গিল এবং ঋষভ পন্থ। অর্থাৎ, প্রথম পাঁচের মধ্যে চার শিকার হাসানের। 

মধ্যাহ্নভোজের বিরতিতে ৩ উইকেটে ৮৮ রান ছিল ভারতের। দ্বিতীয় সেশনেও ৮৮ রান যোগ হয়। হারায় ৩ উইকেট। লাঞ্চে উইকেটে অপরাজিত ছিলেন যশস্বী জয়েসওয়াল এবং ঋষভ পন্থ। কিন্তু দ্বিতীয় ইনিংসের শুরুতেই ফেরেন ভারতের উইকেটকিপার ব্যাটার‌। ৫২ বলে ৩৯ রান করে আউট হন। অন্য প্রান্তে অর্ধশতরান পূর্ণ করেন যশস্বী। ১১৮ বলে ৫৬ রান করে ফেরেন ভারতীয় ওপেনার। রান পাননি কেএল রাহুল (১৬)। ৩৫ রানে ৪ উইকেট তুলে নেন হাসান। ভারতকে অন্তত ভদ্রস্থ রানে পৌঁছনোর দায়িত্ব জাদেজা-অশ্বিন জুটির ওপর।