সংবাদ সংস্থা মুম্বই: ‘কফি উইথ করণ’ রিয়্যালিটি শোয়ের প্রতিটি সিজনে কফি কাউচে হাজির হন বিনোদন দুনিয়ার তাবড় তাবড় তারকা। ‘কফি উইথ করণ’ শোয়ের নিয়মিত অতিথি অজয় দেবগণ ও কাজল। করণের সঙ্গে নানান রঙিন বিষয়ে গল্পগুজব তো বটেই তাঁদের নিজেদের মধ্যেও মজার কথাবার্তাও দারুণ উপভোগ করেন দর্শক। এই শোয়ের এমনই একটি পর্বে একবার অতিথির আসনে হাজির হয়েছিলেন এই জুটি। গল্পগুজবের ফাঁকে 'সিংহম'কে করণ জিজ্ঞেস করেন, নয়া প্রজন্মের কোন অভিনেতাকে কাজলের সঙ্গে পর্দায় দারুণ মানাবে বলে তিনি মনে করেন? শোনামাত্রই অজয়ের চটপট প্রশ্ন, "মানাবে মানে...কাজলের ছেলে হিসাবে তো?" অজয়ের মুখে পাল্টা এহেন প্রশ্ন শুনে ভ্যাবাচ্যাকা খেয়ে যান 'কুছ কুছ হোতা হ্যায়'-এর পরিচালক। ওদিকে লজ্জায় ও ছদ্ম রগে চোখমুখ লাল হয়ে যায় পাশে বসা কাজলের। একমুহূর্ত দেরি না করে অজয়ের উদ্দেশে 'কুত্তে', 'কামিনে'-এর মতো বাছাই করা চোখা চোখা অশালীন ঘেঁষা শব্দ প্রয়োগ করা শুরু করেন তিনি! এসব দেখেশুনে ওদিকে ততক্ষণে অট্টহাসি শুরু করেছেন করণ। এরপর নিজের জুতোর দিকে ইশারা করে কাজল ' জুতা...' বলামাত্রই কোনওরকমে হাসি থামিয়ে করণ তাড়াতাড়ি বলে ওঠেন, "এসব শব্দ তুমি এই শোয়ে উচ্চারণ করতে পারো না"। পরিস্থিতি বুঝে চুপ করে যান কাজল। অবশ্য অজয়ের দুষ্টুমি তাতে থেমে থাকেনি। করণ অজয়কে জিজ্ঞেস করেছিলেন এমন কোন মিথ্যা কথা যা প্রায় সব বলি-তারকারা বলে থাকেন? অজয়ের চটপট জবাব, "আমি আমার স্ত্রীকে খুব ভালবাসি"। শোনামাত্র ফের হাঁ হয়ে যান কাজল। বেশ রাগত গলায় বলে ওঠেন, "এই পর্বের পর কিন্তু তোমাকে বাড়ি ফিরতে হবে..." নিরীহ স্বরে অজয়ের দুষ্টুমিভরা জবাব ছিল, "আরে, কী মুশকিল। আমি এটা আমার ক্ষেত্রে বলিনি। বাকিরা বলেন, তাই বললাম"। ‘কফি উইথ করণ’-এর এই এপিসোডের ওই অংশটি সেই সময় বেশ চর্চিত ছিল। সমাজমাধ্যমে ওই অংশটি ভাইরাল হওয়া থেকে শুরু করে তৈরি হয়েছিল নানান রকম মিম।