আজকাল ওয়েবডেস্ক: ভারত-অস্ট্রেলিয়া পাঁচ টেস্ট ম্যাচের সিরিজের বল গড়াবে নভেম্বরে।

 
তার আগে পারদ চড়তে শুরু করে দিয়েছে। ভারতের প্রাক্তন ওপেনার আকাশ চোপড়া নতুন করে আগুনে ঘৃতাহুতি দিলেন। অস্ট্রেলিয়া সফরে ভারতীয় ক্রিকেটারদের টার্গেট করা হয়েছিল। সেই তথ্য তিনি ফাঁস করেন। 


আকাশ চোপড়া ২০১৮-১৯ সফরের কথা উল্লেখ করেছেন। বিরাট কোহলির নেতৃত্বে সেবার ভারত টেস্ট সিরিজ জিতেছিল। সেই সময়ে আকাশ চোপড়া ধারাভাষ্যকার হিসেবে কাজ করছিলেন। তিনি দেখেছেন, লাইভ ম্যাচের একটি নির্দিষ্ট অংশ সম্পাদনা করে অস্ট্রেলীয় মিডিয়ার কাছে পৌঁছে দেওয়া হয়েছিল। পরে তা মিডিয়ায় দেখানো হয়। চোপড়া বলছেন, ''অস্ট্রেলিয়ান মিডিয়া একটি ভিডিও প্রকাশ করে। তিরিশ গজের বৃত্তে ফিল্ডিং করছিল রবীন্দ্র জাদেজা ও ঈশান্ত শর্মা। ওরা একে অপরের সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়েছিল। কথা কাটাকাটি হচ্ছিল দুজনের মধ্যে। স্টাম্প মাইক্রোফোন থেকে সেই অংশ আলাদা করে সম্পাদনা করে ছড়িয়ে দেওয়া হয়েছিল। দুই ভারতীয় ক্রিকেটারের ভাবমূর্তি নষ্ট করার জন্যই এমনটা করা হয়েছিল।'' 


আকাশ চোপড়ার সামনেই সেই ব্যাপারটা হয়েছিল। সেই ঘটনাটি চাক্ষুষ করার পরে চোপড়ার মনে হয়েছিল, ''এটা করে ওদের কী লাভ!''


সেই সময়ে চোপড়ার সঙ্গে ধারাভাষ্য দিচ্ছিলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিংও। তিনিও ঘটনাটিকে সমর্থন করেননি। পন্টিং বলেছিলেন, ''এরা তিলকে তাল করে তোলে।''


নভেম্বরে হতে চলা ভারত-অস্ট্রেলিয়া সিরিজেও মাঠের বাইরে থেকে এভাবেই যে বাউন্সার ধেয়ে আসবে তা বলাই বাহুল্য।