আজকাল ওয়েবডেস্ক : শনিবার দিল্লির মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন আপ নেত্রী অতিশী। প্রথমে স্থির হয়েছিল শুধু অতিশী মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন। কিন্তু পরে স্থির করা হয় তার মন্ত্রীরাও সেদিন শপথ নেবেন। দিল্লির মুখ্যমন্ত্রী হিসাবে অরবিন্দ কেজরিওয়ালের পদত্যাগের পরই অতিশী এই দায়িত্ব নিচ্ছেন। আপের পক্ষ থেকে বলা হয়েছে কেজরিওয়াল তার নিরাপত্তা প্রত্যাহার করে নিয়েছেন এবং আগামী ১৫ দিনের মধ্যেই মুখ্যমন্ত্রীর বাড়িও ছেড়ে দেবেন।

 

মঙ্গলবার বিকালে কেজরিওয়াল অতিশী এবং মণীশ সিসোদিয়াকে সঙ্গে নিয়ে উপরাজ্যপালের বাসভবনে যান। সেখানেই নিজের ইস্তফার কথা সরকারিভাবে ঘোষণা করেন। একই সঙ্গে অতিশীও নতুন সরকার গঠনের দাবি জানান। আপের বিধায়কদলের বৈঠকে অতিশীকে নেত্রী হিসাবে বেছে নেওয়া হয়। তাঁর নাম প্রস্তাব করেন আপ সুপ্রিমো কেজরিওয়াল নিজেই। জানা গিয়েছে, ইতিমধ্যেই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে পাঠানো হয়েছে কেজরির ইস্তফাপত্র।

 

তবে মুখ্যমন্ত্রীর পদে অতিশীর মেয়াদ বেশিদিনের নয়। আগামী বছর ফেব্রুয়ারিতেই দিল্লিতে ভোট হওয়ার কথা। কেজরিওয়াল নিজে অবশ্য নভেম্বরেই দিল্লিতে ভোট চান। আপ পুনরায় নির্বাচিত হলে যে কেজরিওয়ালই ফের কুর্সিতে বসবেন সেটা দলের তরফে স্পষ্টও করে দেওয়া হয়েছে। অতিশী নিজেও দিল্লিবাসীর কাছে কেজরিওয়ালকে ফের মুখ্যমন্ত্রী করার আর্জি জানিয়েছেন। এই মুহূর্তে দিল্লির শিক্ষা ও পূর্ত দপ্তরের মন্ত্রী অতিশী। এবার তিনি সোজা মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসবেন।