আজকাল ওয়েবডেস্ক:‌ নিম্নচাপের বৃষ্টি থামলেও জল ছাড়ায় বিরাম নেই ডিভিসির। মঙ্গল, বুধবারের পর বৃহস্পতিবারও মাইথন ও পাঞ্চেত থেকে ৮০ হাজার কিউসেক জল ছাড়া হচ্ছে বলে জানিয়েছে ডিভিসি।


বুধবারই প্লাবিত এলাকা পরিদর্শনে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজ্যে বন্যা পরিস্থিতির জন্য কেন্দ্রের উদাসীনতা ও রাজ্যকে না জানিয়ে ডিভিসির জল ছাড়াকে দায়ী করেছিলেন। তারপরেও ডিভিসি বৃহস্পতিবার জল ছাড়তে শুরু করল। এর ফলে দক্ষিণবঙ্গের হাওড়া ও হুগলি জেলার বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে বলে আশঙ্কা। ডিভিসি বিবৃতিতে জানিয়েছে, আবহাওয়ার পরিস্থিতির কারণে জলস্তর ক্রমাগত বাড়তে থাকায় মাইথন এবং পাঞ্চেত বাঁধের উপর চাপ বাড়ছে। এই পরিস্থিতিতে মাইথন থেকে ১০ হাজার এবং পাঞ্চেত থেকে ৭০ হাজার কিউসেক জল ছাড়া হচ্ছে। 


প্রসঙ্গত, বেশি মাত্রায় জল ছাড়া হলে দক্ষিণবঙ্গের একাধিক জায়গা প্লাবিত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পূর্ব বর্ধমান, হাওড়া এবং হুগলির খানাকুল, আরামবাগ–সহ দামোদরের তীরবর্তী এলাকাগুলি জলমগ্ন হওয়ার আশঙ্কা সবচেয়ে বেশি। ইতিমধ্যেই হুগলি–হাওড়ার বিভিন্ন এলাকায় প্লাবন পরিস্থিতি তৈরি হয়েছে।